‘কিচ্ছু দেখব না, শুধু মনে রাখব এটা’, ভাইরাল হল বিদীপ্তার সোশ্যাল মিডিয়া পোস্ট

এদিকে সোমবারই এই মসজিদ নিয়ে বিশেষ পোস্ট করেন বিদীপ্তা চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায়, বাবরি মসজিদের ধ্বংসস্তূপের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, কিচ্ছু দেখবনা কিচ্ছু শুনব না। শুধু মনে রাখব এটা।

সদ্য অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। সঠিক নিয়ম মেনে রাম মূর্তি প্রতিষ্ঠান হল। রামলালার মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে বিশেষ আয়োজন হয়েছে অযোধ্যায়। প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকে। এই উৎসব উপলক্ষ্যে সেজে উঠেছে অযোধ্যা। তেমনই সেজে উঠেছে অযোধ্যার বোন জনকপুর। উৎসবে আমেদ থেকে বাদ যায়নি সীতার দেশ নেপালও।

এদিন রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন একাধিক তারকা। ছিলেন, রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, কঙ্গনা থেকে জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। আছেন মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে। তেমনই থাকবেন রজনীকান্ত, ধনুশ, মধুর ভান্ডারকর, অনুপম খের, কঙ্গনা রানাওয়াত, শেফালি শাহ, অনু মালিক, আদিনাথ মঙ্গেশকর, সোনু নিগম, মনোহ জোশী, রবি কিষাণ, রণদীপ হুডা, বিবেক ওবেরয়ের মতো বহু তারকা।

Latest Videos

এদিকে সোমবারই এই মসজিদ নিয়ে বিশেষ পোস্ট করেন বিদীপ্তা চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায়, বাবরি মসজিদের ধ্বংসস্তূপের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, কিচ্ছু দেখবনা কিচ্ছু শুনব না। শুধু মনে রাখব এটা।

অভিনেত্রীর এই পোস্ট সমর্থন করেছেন বহু নেটিজেন। গার্গী চট্টোপাধ্যায় নামে একজন লেখেন, সমস্ত দেশ উত্তাল লক্ষ কোটি টাকার বিনিময়ে তৈরি একটি মন্দির প্রতিষ্ঠা নিয়ে। আমাদের দেশের সমস্ত সমস্যা নির্মূল হয়ে গেছে। দেশের কোনও মানুষ এখন আর নিরন্ন নেই, নেই দেশে কোনও বেকারত্ব।

পিয়ালী সেন লেখেন, এমন খাজা, মতলবাজ প্রধানমন্ত্রী আগে কখনও আসেনি। ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা বড় পাপ আর কিছু নেই, সবচেয়ে বৃহৎ দেশদ্রোহী এরাই। তেমনই একজন লেখেন, কিছু বুদ্ধিজীবী যে এখনও শিরদাঁড়া বিক্রি করে দেয়নি দেখে ভালো লাগছে। আবার অনেকেই এই পোস্টে জয় শ্রীরাম লিখে কটাক্ষ করেন।

 

আরও পড়ুন

আচমকা হাসপাতালে ভর্তি অভিনেতা সইফ আলি খান! গুরুতর কথা জানালেন চিকিৎসকরা

হিন্দুদের কটাক্ষের মুখে পড়েছেন বারে বারে, তাও রামলালা ‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষ্যে বিশেষ পুজোর করলেন উরফি 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি
'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral
‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য Agnimitra Paul-এর, দেখুন
North 24 Parganas News: ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়