
ভৌতির কার্যকলাপ ঘটছে অভিনেতার সঙ্গে। তাঁর নিজের ফ্ল্যাটে ভৌতিক কার্যকলাপের আঁচ করতে পেরেছেন অভিনেতা রণজয় বিষ্ণু। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সে কথা। তাঁর এই পোস্ট মুহূর্তে হল ভাইরাল। তা শোরগোল ফেলেছে সোশ্য়াল মিডিয়ায়। শ্যুটিং থেকে বাড়ি ফেরার পর রণজয় দেখতে পান তাঁর ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে। এবার এই ঘটনার তদন্তে নামল প্যারানর্মাল টিম।
এই ভিডিও ভাইরাল হওয়ার পরই Detectives of Supernatural (DOS) সংস্থা যোগাযোগ করে রণজয়ের সঙ্গে। ২৪ তলার সেই বহুতল ফ্ল্যাটে রাত ১০টা থেকে ২.৩০ পর্যন্ত চলে প্যারানর্মাল ইনভেস্টিগন। যে কাজের নেতৃত্ব দেন দেবরাজ সান্যাল এবং ইশিতা দাস সান্যাল।
প্রথমে Electromagnetic field (EMF) Meter দিয়ে ভাইব্রেশন পরীক্ষা করা হয়। সেই জায়গায়, যেখান থেকে ছবি ও গাছেপ টপ পড়ে ভেঙে গিয়েছিল। যদিও পরীক্ষায় তেমন কোনও কম্পন ধরা পড়েনি। অনেকে মনে করছেন, বহুতলের ওপরে রাস্তার আওয়াজ ও দুলুনি থেকেও এমন ঘটনা ঘটতে পারে।
এরপর ঘরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এবং ক্যামেরার সাহায্যে নেগেটিভ এনার্জি চিহ্নিত করার চেষ্টা করা হয়। তদন্তকারীদের দাবি যে ঘরে কিছু অদ্ভুত ভাইব্রেশন পাওয়া গিয়েছে। এই সময় রণজয় একটি নমনীয় আবেদন করেন, যদি কেউ থাকেন, দয়া ককে সম্মানের সঙ্গে ঘর ছেড়ে যান। অবাক করার মতো ভাবে, এরপর তিনি একটি তীব্র পজিটিভ ভাইব অনুভব করেন এবং তাঁর ভয় কেটে যায়।
এরপর এই ঘটনাকে অনেকে মানসিক চাপের ফল বললেও প্যারানর্মাল গবেষকদের মতে বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে মুহূর্তে ভাইরাল হল খবরটি। অভিনেতা হিসেবে বেশ নজর কেড়েছে অভিনেতা রণজয় বিষ্ণু। নিজের বাড়িতে অস্বাভাবিক ঘটনার আঁচ করেন তিনি। যা সোশ্যাল মিডিয়ায় জানান। সেই ঘটনা নজর কাড়ে সকলের। মুহূর্তে ভাইরাল হয়। এরপর নিজের বাড়িতে তদন্ত করালেও তেমন লাভ হয়নি।