'রাজারহাটের ফাঁকা রাস্তায় আমাকে...' কম্প্রোমাইজ না করার দাম দিতে হয়েছিল অভিনেত্রী এনা সাহাকে!

Published : Sep 11, 2024, 10:40 PM IST
ena saha

সংক্ষিপ্ত

এনা সাহা বলেন ‘এক প্রযোজক আমাকে ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেন। টলিউডে আমি খুব কম বয়স থেকে কাজ শুরু করেছি। তাই অনেক সময়েই কারও গাড়িতে উঠেছি। অন্যরকম কিছু হতে পারে ভাবিনি।’

আরজি কর কাণ্ডের মাঝেই এবার মুখ খুললেন জনপ্রিয় মুখ অভিনেত্রী এনা সাহা। বর্তমানে সিনেপাড়ার অন্দরমহল থেকে বহু অপ্রীতিকর খবরই উঠে আসতে দেখা যাচ্ছে। তারই মাঝে এবার বিস্ফোরক এনা সাহা। এদিন তিনি বলেন নিজের শর্তে কাজ করতে চাইছিলাম। ভালো কাজ পেতে হলে কম্প্রোমাইজ করতে হবে, এরকম বহু সময় বুঝিয়ে দেওয়া হয়। সেটা একটা সময়ের পর আর মানিয়ে নিতে পারিনি।

এনা সাহা বলেন 'এক প্রযোজক আমাকে ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেন। টলিউডে আমি খুব কম বয়স থেকে কাজ শুরু করেছি। তাই অনেক সময়েই কারও গাড়িতে উঠেছি। অন্যরকম কিছু হতে পারে ভাবিনি। সেদিনও ড্রাইভে যাওয়ার প্রস্তাব পেয়ে না করিনি। কিন্তু তারপর গাড়ির মধ্যে প্রযোজক এমন কিছু করার প্রস্তাব দেন, যাতে আমি ‘না’ বলতে বাধ্য হই। তিনি জোর দিয়ে বলেন। আমি শুনিনি। সেই ‘না’ শুনে তিনি রেগে যান। আমাকে গাড়ি থেকে নামিয়ে দেন। দশ বছর আগে রাতে রাজারহাটে একটা ফাঁকা রাস্তায়!'

এনা বলেন শুরুর দিকে খুব ভয় পেতাম। কারও প্রস্তাবে ‘না’ বলে দিলে আর কাজ পাব না, সেই ভয়টা ঘিরে ধরত। আজকে এত বছর পর নিজের প্রযোজনা সংস্থা হয়েছে বলেই হয়তো মন খুলে কথা বলছি। তাঁর দাবি টেলিভিশন আর ফিল্ম, এই দুই ইন্ডাস্ট্রিতে এত কিছু দেখলাম যে শেষ পর্যন্ত নিজের প্রযোজনা সংস্থা তৈরির রাস্তাটাই বাছতে হল! তবে শুধু টলিউডে নয়, বিভিন্ন পেশায় এমন হেনস্থার উদাহরণ আছে। আমাদের যৌথভাবে প্রতিবাদ করতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা
অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?