সদ্য মা হয়েছেন নায়িকা, দীর্ঘ বিরতির পর 'অগ্নিপরীক্ষা' সিরিয়াল দিয়ে পর্দায় ফিরছেন মাফিন

দীর্ঘদিন ছিল বেপাত্তা। দীর্ঘদিন এই কোনও কাজ করতে দেখা যায়নি তাঁকে। এবার ফিরছেন পর্দায়। 

এক সময় টলিউডের বেশ পরিচিত মুখ ছিলেন মাফিন। একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। নানান চরিত্রে অভিনয় করেছেন মাফিন। মাঝে দীর্ঘদিন ছিল বেপাত্তা। দীর্ঘদিন এই কোনও কাজ করতে দেখা যায়নি তাঁকে। এদিকে তার আগে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছিলেন মাফিন।

২০০৫ সালে পা রাখেন ছোট পর্দায়। একাধিক সিরিয়ালে কাজ করলেও টাপুর টুপুর সিরিয়ালটি তাকে পরিচিতি দেয়। এই সিরিয়ালে তার চরিত্রটি সাড়া ফেলেছিল দর্শক মনে। এরপর পটল কুমার গানওয়ালা, আঁচল, গোয়েন্দা গিন্নি, কিরণমালা, শিশির ডাক-র মতো সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। নানা রকম চরিত্রে কাজ করেন মাফিন। তার হঠাৎ হয়ে যান বেপত্তা। দীর্ঘদিন কোনও কাজ করতে দেখা যায়নি তাঁকে। পরে যদিও তিনি বিদেশে স্বামীর কাছে গিয়েছিলেন। তাছাড়াও ভালো চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন মাফিন। তার ওপর সদ্য মা হয়েছেন। একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন নায়িকা। সংসার সামলাচ্ছেন সুন্দর করে। সেই যাই হোক, এবার পর্দায় ফিরছেন নায়িকা।

Latest Videos

অগ্নিপরীক্ষা সিরিয়ালের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। আকাশ ৮-এ আসছে এই সিরিয়াল। সম্ভাবী মুখোপাধ্যায়, সুচন্দা চৌধুরী, মনোজ ওঝা, বিশ্বাবসু বিশ্বাসের মতো তারকাদের দেখা যাবে সিরিয়ালে। আশাপূর্ণা দেবীর গল্প অবলম্বনে তৈরি এই সিরিয়াল। সিরিয়ালে কেন্দ্রে তাপসী নামে একটি মেয়ে। যে একজন গায়িকা। ছোটবেলায় গ্রামের এক জমিদারের নাতি তাদে জোড় করে বিয়ে করে। বিবাহিত জীবনের সকল স্মৃতি মুছে ফেলতে চায় সে। তার জীবনের লড়াই নিয়ে তৈরি এই সিরিয়াল। তার জীবনে আসবে কিরীটি। সেই কিরীটিকে সে আবার ভালোবাসতে পারবে কিনা তা দেখা যাবে সিরিয়ালে। এই নিয়ে এগিয়ে যাবে গল্প। সিরিয়ালের নানান মোড় রয়েছে। একটি মেয়ের লড়াই বিশেষ ভাবে ফুটিয়ে তোলা হবে। আর মেয়ের লড়াইয়ে বিশেষ অংশ নেবে মাফিন। তাঁর চরিত্রে প্রসঙ্গে এখনও সেভাবে জানা না গেলেও তিনি যে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তা জানা যাবে। সব মিলিয়ে নতুনত্ব নিয়ে আসছে সিরিয়ালটি। আর এত বছর পর মাফিনকে টিভির পর্দায় দেখতে আগ্রহী সকলে। তাঁর ভক্তরা তাঁকে নতুন রূপে দেখার জন্য প্রস্তুত। বিরতির পর তাঁর অভিনয় দক্ষতায় কোনও পরিবর্তন আসল কি না তা জানCome back of Actress Mafinতে চান সকলে। এদিকে এবার আকাশ ৮-র সঙ্গে কাজ করবেন মাফিন। সংসার ও কাজ এক সঙ্গে সামলাতে প্রস্তুত নায়িকায

 

আর্রও পড়ুন

দেখে নিন ফিল্ম ফেয়ারের নমিনেশনের তালিকায় স্থান পেল কোন কোন ছবি, রইল তালিকা

Bollywood Gym Girl : নেহা শর্মা, আয়েশা শর্মা থেকে করিশ্মা তান্না, দেখুন মুম্বই তারকাদের ফিটনেস চর্চা

সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন থেকে শাহরুখ খান, দেখুন আপনার পছন্দের তারকাকে বলিউড মশালায়

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia