সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী

Published : Dec 16, 2025, 07:33 AM IST
subhashree ganguly

সংক্ষিপ্ত

লিওনেল মেসির সঙ্গে ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যা তাঁর সন্তানকে মেরে ফেলার হুমকি পর্যন্ত গড়ায়। এই ঘটনায় অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী, যেখানে তিনি জানান যে তিনি আমন্ত্রিত অতিথি হিসেবেই সেখানে গিয়েছিলেন। 

আগেই আইনের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী। এবার মুখ খুললেন খোদ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সাধারণ মানুষ যেখানে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও এক ঝলক দেখতে পাননি মেসিকে, সেখানে মেসির সঙ্গে ছবি পোস্ট করেন নায়িকা। এই নিয়ে তীব্র কটাক্ষ শুনতে হয়তাঁকে। তবে, এবার এল সন্তানকে মেরে ফেলার হুমকি। তারপরই মুখ খুললেন নায়িকা।

সদ্য একটি ভিডিও পোস্ট করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে বলেন, আমন্ত্রণ পেয়েই মেসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। প্রথমে হোটেলে যান। সেখানে ছবি তোলেন কিছুক্ষণ ছিলেন। তারপর পিআর টিম থেকে তাঁকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তিনি সেখানে যান। এই সময়ই মাঠ থেকে তাঁর ছবি পোস্ট করে তারই পিআর টিম। কিন্তু সেখানে প্রযুক্তিগত সমস্যার কারণে ছবি পোস্ট হয়নি। তা অনেক পরে পোস্ট হয়েছে। নায়িকার দর্শকদের প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, সত্যিই কি তাঁর জন্য মেসিকে জনতে দেখতে পাননি? তাহলে কে তাঁকে আক্রমণ করা হচ্ছে? তেমনই কেন তাঁর বাচ্চাদের এই বিষয় টানা হচ্ছে।

প্রসঙ্গত তিনি ছবি পোস্ট করতেই ছবিতে কেউ লেখেন, ‘জনতার টাকায় আপনারা ফুটেজ খাচ্ছেন।’ কেউ বলেন, ‘যুবভারতী যখন রণক্ষেত্র, তখন মেসির সঙ্গে ছবি দিয়ে কেন অনুরাগীদের দুঃখ বাড়াচ্ছেন?’ আবার কেউ প্রশ্ন তোলেন, ‘আপনি ফুটবল খেলা দেখেন বা বোঝেন?’ আবার কেউ লেখেন, ‘জনতার চাঁদায় ফূর্তি হচ্ছে।’

প্রসঙ্গত, ঘটনার দিন আজ ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। সঙ্গে ছিলেন লুইস সুয়েরাজ এবং রদ্রিগো ডিপল। কিন্তু গাড়ি থেকে নামা মাত্র বেশ কিছু মানুষ তাঁদের ঘিরে ফেলে। শুধু মেসিকে নয়, লুইস সুয়েরাজ এবং রদ্রিগো ডিপল-কেও দেখা যায়নি। এই নিয়ে রণক্ষেত্র হয় যুবভারতী প্রাঙ্গন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?