রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?

Published : Dec 09, 2025, 11:30 AM IST
trina

সংক্ষিপ্ত

তৃণা সাহা কলকাতায় এক পার্টিতে শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গে দেখা করেন। তৃণা আরিয়ানের বিনয়ী ব্যবহার এবং কেকেআর-এর প্রতি তাঁর নিষ্ঠার প্রশংসা করেন। আরিয়ান সকলের সঙ্গে ছবি তোলা থেকে শুরু করে তৃণার শ্যুটিং-এর জন্য তাড়াতাড়ি বেরোনোর ব্যবস্থাও করেন।

শহরে মধ্যরাত পর্যন্ত চলল পার্টি। কলকাতায় কিছু নামী ব্যক্তিত্বরা উপস্থিতি ছিলেন সেই পার্টিতে। ইনস্টাগ্রামে আগেই তৃণা সাহা বলেছিলেন তিনিও যাবেন সেখানে। আর পার্টি শেষে সেই ঝলক মিলল সোশ্যাল মিডিয়ায়। এক সাক্ষাৎকারে তৃণা জানান, প্রায় তিনটে পর্যন্ত পার্টি করেছি। তারপর আমাকে বেরোতে হল। কারণ শ্যুটিং ছিল। আরিয়ান ওঁর বন্ধুদের বলেছিল, যাতে আমাকে বেরোতে দেওয়া হয়। শ্যুটিং আছে বলেই। আরিয়ান শাহরুখ পুত্র। … তার ওপর নিজের কাজের জন্য এতটা সফল। কিন্তু, এত বিনয়ী, সেটা কাছ থেকে না দেখলে বিশ্বাস হত না।

তৃণা আরও বলেন, আরিয়ান ছোটবেলার বন্ধুর সঙ্গে এসছিল। আমার সঙ্গে আলার করিয়ে দিল। আমাকে বলেছিল, এই শহরে ও প্রায়ই আসে।

কেকেআর নিয়ে যাবতীয় কিছু ওঁর মাথায় থাকে। আরিয়ানের বক্তব্য ছিল, শাহরুখ খানের মতো অতটা ব্যস্ত নয়ও। সে কারণে কেকেআর-র সব কিছু মাথায় রাখতে পারে। পার্টিতে কে কী খেতে চায়, সেটা ওঁর জিজ্ঞাসা করতে দেখেছি।

তৃণা বলেন, আরিয়ান এতটাই বিনয়ী যে সামনে দাঁড়িয়ে থাকলে বোঝা মুশকিল যে ও কোনও পরিবারের ছেলে। কেকেআর যখন তৈরি হয়, তখন আরিয়ান কতটা ছোট ছিল, সেই ছবি দেখাচ্ছিল। আর একটা জিনিস দেখলাম, ছবি তোলায় কোনও আপত্তি নেই ওর। পার্টিতে উপস্থিত প্রায় সকলের সেলফি তুলতে চাইছিল আরিয়ানের সঙ্গে। আফটার পার্টি যখন হচ্ছে, তখন আরিয়ানের ম্যানেজার ওঁকে আর ছবি তুলতে বারণ করছিলেন। তবে আরিয়ান সত্যি আপত্তি করছিল না, কারও সঙ্গে ছবি তুলতে। এতটাই ভালো ব্যবহার যে, সেটা উল্লেখ করার মতো।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণা ও আরিয়ানের ছবি। নিজের ইনস্টাগ্রামে সে ছবি পোস্ট করে তৃণা। এরই সঙ্গে ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে তৃণার সঙ্গে কথা বলতে দেখা যায় আরিয়ামকে। যা নজর কেড়েছে সকলের। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?