
Jeet's Bollywood Debut: জিৎ ভক্তদের জন্য সুখবর। শীঘ্রই টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিতে চলেছেন জিৎ। ‘খাকি’ সফল হতেই ভাগ্য বদল হল অভিনেতার। সুযোগ এল বলিউড ছবিতে কাজ করার।
এদিকে টলিপাড়ার অনেক অভিনেতাই বর্তমানে মুম্বইতে দাপটের সঙ্গে কাজ করছেন। সেই তালিকায় আছেন যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ আরও অনেকের নামই রয়েছে। এই তালিকায় নাম লেখালেন জিৎ।
জিৎ এক সময় বলেছিলেন, ‘এতবছর আমার কথা মুম্বইতে কেউ ভাবেননি’। তবে, ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ রিলিজের পরই বদলে গেল ছবি। সিরিজটি সর্বত্র প্রশংসিত হয়। জিতের অভিনয় প্রশংসিত হয় সর্বত্র। তেমনই টলিউড সুপারস্টারের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে শুরু হয় চর্চা। খবর বলছে, এই নিয়ে বলিপাড়ায় অন্দরমহলেও নাকি চর্চার অন্ত নেই।
এদিক কদিন আগে মুম্বইয়ে চুটিয়ে চেঙ্গিজ-র প্রচার করেছিলেন। জাতীয় স্তরে হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছিল সেই ছবি। তবে সাড়া ফেলতে পারেনি সেভাবে। এবার গুঞ্জন, এক বলিউড ছবিতে দ্বিতীয় মুখ্য চরিত্রের প্রস্তাব পেয়েছেন জিত। তবে, এই ছবি প্রসঙ্গে এখনও সেভাবে জানা যায়নি। এবার দেখার টলিউডের সেই সুপারস্টার নতুন কোনও ধরনের চরিত্রে দেখা দেন কি না।
এদিকে কদিন আগে জিৎ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এত বছর ধরে হিন্দি ইন্ডাস্ট্রির কেউ আবার কথা ভাবেবি। তবে, আমি বরাবরই এখনে কাজ করতে চাইতাম কারণ আমি আদতে হিন্দিভাষী। আঞ্চলিক সিনেইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমার মাধ্যমে দর্শকদের ১০-১৫ বছর ধরে বিনোদিত করা অভিনেতাদের মধ্যে খুবই কমই রয়েছেন, যাঁরা ভালো করে হিন্দি বলতে পারেন। এটা আমার ইউএসপি, যা অন্যান্য অনেক আঞ্চলিক অভিনেতাদের নেই। বাংলায় কাজ করাটাই আমার জন্য আসল চ্যালেঞ্জ ছিল, কারণ আমি হিন্দিতে ভাবি।’
সে যাই হোক, এবার জিৎ-র স্বপ্ন সত্যি হওয়ার দিকে। তিনি এবার দেখা দেবেন বলিউড ছবিতে।
সে যাই হোক, ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। নীরজ পাণ্ডের তৈরি ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’। প্রসেনজিৎ, জিৎ ছাড়াও একাধিক স্টারকে এই সিরিজে দেখা গিয়েছে। কলকাতায় সিরিজের লাইন প্রোডিউসর হিসেবে কাজ করেছেন জিৎ। সব মিলিয়ে বেশ সফল সিরিজটি। এই সাফল্য জিতের জীবনে এনেছে পরিবর্তন। শীঘ্রই তাঁকে দেখা যাবে বলিউডে- এমনই ধারণা সকলের।