
আবারও বিস্ফোরক অভিযোগ উঠল পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করেছেন অরিন্দম শীলের স্ত্রী। ১৯৯৯ সাল থেকে আলাদা রয়েছেন তাঁরা। তবে এখনও পর্যন্ত বিচ্ছেদ হয়নি তাঁদের। এখন কেমন আছেন তনুরুচি?
আরজিকর কাণ্ডের মধ্যেই একাধিক অভিযোগ উঠেছে অরিন্দম শীলের বিরুদ্ধে। দিন কয়েক আগেও টলিউড অভিনেত্রীদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন পরিচালক। তিনি বলেন, "টাকা আর নতুন ফোনের বদলেই নাকি আন্দোলনে নেমেছিলেন অভিনেত্রীরা।" এরপরেই আবার তাঁর বিরুদ্ধে পাল্টা মুখ খোলেন টলি পাড়ার অভিনেত্রীরা। তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁর তুতো বোন দেবলীনাও।
কিন্তু আদপে ঠিক কেমন মানুষ অরিন্দম শীল? তা একমাত্র জানেন তাঁর স্ত্রী। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন তিনিও। অরিন্দম শীলের স্ত্রী জানান, “ বর্তমানে শুক্লার সঙ্গে রয়েছেন পরিচালক। শুক্লা ও আমি একসঙ্গে একই অফিসে কাজ করতাম। বাবা মারা যাওয়ার পরে জানতে পারি শুক্লা ও অরিন্দম প্রেম করছে। কোথায় এই সময় তাঁর স্বামী তাঁর পাশে থাকবেন, তা তো নয়ই বরং চোখের সামনে দিয়ে অন্য মেয়ে নিয়ে দার্জিলিং চলে গেল। এরপরেই আমারা কাছে ডিভোর্সের নোটিস আসে। ”
কিন্তু আজও বিচ্ছেদ হয়নি অরিন্দম ও তনুরুচির?
যতদিন ছিলাম ভাল ছিলাম। তবে পরবর্তীকালে মানসিক পরিবর্তন শুরু হতে শুরু করে। আমার বাবার মৃত্যুর পরে উনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আমাদের একটা জয়েন্টলি প্রপার্টি ছিল ওটা ওরা এখনও দখল করে রেখেছে। এই জন্যই এখনও বিচ্ছেদ প্রক্রিয়া চলছে। ওটা ওরা এখনও প্রাণে ধরে দিতে পারছে না। আমি কোনও খোরপোশ চাই না আমি সেল্ফ সাফিয়েন্ট। কিন্তু নিজের প্রাপ্যটা বুঝে নিতে চাইছি।"