Viral Picture: অন্নপ্রাশনের ছবি ভাইরাল হতেই নানান মন্তব্য, কৃষভিকে দেখে কী বললেন নেট জনতা?

Published : May 01, 2025, 10:54 AM IST
kanchan

সংক্ষিপ্ত

Viral Picture: কাঞ্চন মল্লিক ও শ্রীয়মী চট্টরাজের মেয়ে কৃষভির অন্নপ্রাশনের ছবি ভাইরাল। ৫ মাস বয়সী কৃষভির ছবি ও ভিডিও দেখে নানান মন্তব্য করছেন নেটিজেনরা।

কাঞ্চন মল্লিক ও শ্রীয়মী চট্টরাজের মেয়ে কৃষভি দেখতে দেখতে ৫ মাস বয়স হয়ে গেল। ৫ মাসে ভাত খেল কৃষভি। ভাইরাল হল সেই ছবি। অন্নপ্রাশনের দিনই প্রকাশ পেল তার ছবি। প্রথমবার কৃষভিকে দেখলেন সকলে। মেয়েকে এদিন কী উপহার দিলেন তা জানালেন নায়িকা। নায়িকা জানান তিনি দিলেন রুপোর গয়না। আর কাঞ্চন দিয়েছে সোনার চিক। 

এদিন লালা বেনারসি শাড়িতে সেজে ছোট্ট কৃষভি। মাথায় শোলার মুকুট। আর সোনার মুকুট। গলায় সোনার হার। কপালে চন্দন। আর ছোট একটা লাল টিপ। ছোট্ট কৃষভিকে দেখে যেন চোখ সরানো যাচ্ছে না। অক্ষয় তৃতীয়ার দিন কৃষভিকে সকলের সঙ্গে পরিচয় করালেন কাঞ্চন মল্লিক ও শ্রীয়মী চট্টরাজ।

আর এবার তাঁর প্রথম ছবি ভাইরাল হতে হল না তার অন্যথা। শ্রীময়ী চট্টরাজ নিজের ইনস্টাগ্রামে মেয়ে কৃষভির অন্নপ্রাশনের ভিডিও প্রকাশ করেছেন। যাতে দেখা যাচ্ছে, কৃষভি তার দিদিমার কোলে হরে কৃষ্ণ গানের তালে নাচছে। সেখানে দেখা যাচ্ছে ইসকন মন্দিরে হরিনাম সংকীর্তন চলছে। ভিডিও ভাইরাল হতেই সুদীপা চট্টোপাধ্যায় বিশেষ মন্তব্য করেন। তিনি বলেন, ‘চোখ দুটো একদম বাবার মতো, না?... এ মেয়েতো একদম মা লক্ষ্মী। তবে বাড়ির সামনে লাইন পড়বে। বাবা লাঠি হাতে দাড়িয়ে থাকবে।’

তেমনই কৃষভিকে দেখে কেউ বলেছে তাঁকে মায়ের মতো দেখতে আবার কেউ বলেছে বাবার মতো চোখ তাঁর। নেট জনতাদের মুখে শোনা গিয়েছে নানান মন্তব্য। কেউ কেউ এই মিষ্টি মেয়েটির প্রশংসা করেছেন তো কেউ তাঁকে মা লক্ষ্মী বলেছেন। সব মিলিয়ে ছবি ভাইরাল হওয়ার পর থেকে খবরে কৃষভি।

 

 

অক্ষয় তৃতীয়ার দিন কাঞ্চন মল্লিক ও শ্রীয়মী চট্টরাজের মেয়ে কৃষভিকে অন্নপ্রাশন খেল। মন্দিরে নিয়ে গিয়ে মেয়ের মুখে প্রসাদ দিলেন। ইসকন মন্দিরে গিয়ে ঈশ্বরের প্রসাদ ছুঁইয়ে দিনে তারা। আত্মীয় বন্ধুদের নিয়ে অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন। আর সেখানের ছবি মুহূর্তে হল ভাইরাল।

জন্মের পর থেকেই খবরে কৃষভি। কাঞ্চন মল্লিক তৃতীয় বার বাঁধা পরে সাত পাকে। এবার বিয়ে করেন টেলি তারকা শ্রীময়ী চট্টরাজকে। ২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন কাঞ্চন ও শ্রীময়ী। গত বছর ভ্যালেন্টাইন্স ডে-র দিন আইনি বিয়ে করেন। এরপর মার্চে গাঁটছড়া বাঁধেন। সেই বছরই নভেম্বরে জন্ম হয় কৃষভির। দুজনের বয়সের রয়েছে বিস্তর ফারাক। তা সত্ত্বেও সুখে সংসার করছেন দুজনে। তেমনই আগের স্ত্রীকে ডিভোর্স দিয়েই কয়েকদিনের মধ্যে টেলি তারকা শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন। এই নিয়ে নানান মন্তব্য শুনতে হয়। অধিকাংশই তার সমালোচনা করেছিলেন। আর কাঞ্চন মল্লিক ও শ্রীয়মী চট্টরাজের বিয়ের কিছুদিনের মধ্যে জন্ম হয় কৃষভির। জন্মের পর থেকেই চর্চা চলেছে কৃষভিকে নিয়ে। সদ্য তাঁর ছবি ভাইরাল হসল। আর তার পর নানান মন্তব্য শোনা যাচ্ছে এই একরত্তিকে নিয়ে।

 

 

এরই মাঝে ভাইরাল হয় কাঞ্চনের প্রাক্তন স্ত্রীর মন্তব্য। এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পিঙ্কি এক বিশেষ মন্তব্য করেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কোনওদিনও কি ইচ্ছে হয়েছে সেই একরত্তিকে ছুঁয়ে দেখতে? উত্তরে তিনি বলেন, এই নিয়ে আমি কোনওদিন ভেবেও দেখিনি। প্রশ্নটা মাথায় আসেনি। আমি মানুষটাই এমন কাউকে যদিও সামনে থেকে নাও দেখি, তাও সেই মানুষটা ভালো থাকুক, সেই মানুষটার জীবন সুন্দর হোক বলতে ভাবতে ও প্রার্থনা করতে আমার বিন্দুমাত্র অসুবিধে হয় না। যদি আমাকে কেসস্টাডি দেওয়া হয়, তার মতো তিনটে কন্যা সন্তান রাখা আছে। আমি কি আলাদা করে কৃষভিকে চিনতে পারব? না তো? সস্নেহে তিনজনকে কোলে তুলে নেব, আমিও তো একজন মা।

 

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে