‘এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া’! নাচে মুগ্ধ সৌরভ বুকে টেনে নিয়েছিলেন ঐন্দ্রিলাকে

ঐন্দ্রিলাকে দেখে দেখে পায়ে পা মিলিয়ে নেচে উঠেছেন, ‘জেহনসীব, তুঝে চাহু বেতামাশা জেহনসীব’। ‘দাদা’ তার পরেই বুকে টেনে নিয়েছেন প্রাণশক্তিতে উচ্ছ্বল মেয়েটিকে।

সদ্য দ্বিতীয় বারের মতো ক্যান্সারকে হারিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। তারই উদযাপনে ‘দাদাগিরি’র মঞ্চে ডাক পেয়েছেন। জীবন নিয়ে ‘দাদাগিরি’র গল্প তাঁর মুখ থেকে শুনবেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু এই একটি দিক দেখিয়েই মহারাজকে মুগ্ধ করেননি নায়িকা। তাঁর নাচ দেখেও বাকরুদ্ধ ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। ঐন্দ্রিলা একা থাকতে পারেন না। তাঁর হুল্লোড় চাই। প্রচুর মানুষের ভিড় চাই। সেই চাওয়াই তিনি সে দিন গানের ছন্দে নেচে বুঝিয়েছিলেন দর্শকদের। কী ভাবে? ‘দেখো আলোয় আলো আকাশ’— ‘খাদ’ ছবির এই গান সে দিন তিনি বেছে নিয়েছিলেন। তারই একটি পংক্তি, ‘এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া!’ কথাটা নায়িকার জীবনে কি চরম সত্য সে দিনই তাঁর নাচের ভঙ্গিমায়, মুদ্রায় জীবন! মঞ্চে সে দিন ঐন্দ্রিলার সঙ্গী অভিনেতা সৌরভ চক্রবর্তী-সহ ছোট পর্দার এক ঝাঁক তারকা। নাচে মুগ্ধ সৌরভ সে দিন নায়িকাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন!

 

Latest Videos

 

ছোট থেকে নাচ শিখেছেন। নাচতে ভালওবাসেন। বারেবারে অসুস্থ হয়েছেন। কিন্তু নাচ তাঁকে ছাড়েনি, তিনিও নাচকে। অভিনেত্রীর পরনে সে দিন জিন্স, টপ, ব্লেজার। পাশ্চাত্য পোশাকেই প্রাচ্যের নাচ মঞ্চজুড়ে। আর সেই নাচ দেখে বিস্মিত ২২ গজের ‘মহারাজ’। বাকিদের চোখ ভিজে উঠেছে হার না মানা জেদি ওই মেয়েটার নাচ দেখে। গানের প্রতিটি পংক্তি যেন তাঁর জীবন থেকে ধার করা। নিজের নাচের পালা সাঙ্গ হতেই সঙ্গে সঙ্গে দুষ্টুমি শুরু। মিষ্টি হেসে এ বার সৌরভকে সটান তাঁর সঙ্গে নাচের ডাক! এমন মেয়ের ডাক কেউ উপেক্ষা করতে পারে? সৌরভও পারেননি। নাচে তিনি ততটাও সরগর নন। কিন্তু তার পরেও ঐন্দ্রিলাকে দেখে দেখে পায়ে পা মিলিয়ে নেচে উঠেছেন, ‘জেহনসীব, তুঝে চাহু বেতামাশা জেহনসীব’। অনুষ্ঠানে সে দিন হাততালির আওয়াজে কান পাতা দায়। দাদা তত ক্ষণে বুকে টেনে নিয়েছেন প্রাণশক্তিতে উচ্ছ্বল মেয়েটিকে।

 

ঐন্দ্রিলা আবার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আবারও দাঁতে দাঁতে চেপে লড়ছেন। এ বার আর ক্যান্সার নয়। মস্তিষ্কে রক্তক্ষরণ তাঁকে শয্যাশায়ী করেছে। তিনি অতল ঘুমে আচ্ছন্ন। সোমবার সব্যসাচী চৌধুরী ফেসবুকে অনুরাগীদের আশ্বস্ত করেছেন, ক্রমশ লড়াইয়ে ফিরছেন তাঁর জীবন নায়িকা! একটু একটু করে যেন ঘোর কাটছে। আগের তুলনায় অনেকটাই সচেতন। জ্বর, ইনফেকশন আপাতত নেই। ভেন্টেলেশন থেকে বেরিয়ে এসেছেন। সেই খবর ছড়াতেই নতুন করে ভাইরাল জি বাংলার এই ভিডিয়ো। যে ভিডিয়োর টুকরো ঝলকে ঐন্দ্রিলা শুধুই জীবনের গান গেয়েছেন।

 

 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি