হাঁটু দেখাতে মর্তে আসছেন মহিষাসুর, মায়ার খেলা খেলব দুগ্গা মা, মজার ভিডিও পোস্ট করলেন অপরাজিতা

Published : Oct 09, 2023, 05:05 PM IST
aparajita

সংক্ষিপ্ত

রিহার্সলে গত দিন দিন ধরে ডুব মেরেছেন মহিষাসুর। ব্যাস দেরি না করে, অস্ত্র ফেলে ফোন লাগালেন মহিষাসুরকে। তারপর কী বললেন শুনে নিন

আর মাত্র কদিনের অপেক্ষা। এরপরই দেবী দুর্গা সপরিবারে আসবেন মর্তে। বাপের বাড়ি আসতে চলছে মায়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। তিনি এখন রোজ রিহার্সল করছেন। আর এই রিহার্সলে গত দিন দিন ধরে ডুব মেরেছেন মহিষাসুর। ব্যাস দেরি না করে, অস্ত্র ফেলে ফোন লাগালেন মহিষাসুরকে। তারপর কী বললেন শুনে নিন-

‘হ্যালো মহিষাসুর কী ব্যাপার? তুমি তিনদিন ধরে রিহার্সলে আসছ না কেন। আবার গতবারের মতো তোমার সমস্যা হবে। বলবে যে, প্যান্ডেলে অতক্ষণ ওভাবে বসতে পারছি না। আরে বাবা হাঁটুর ব্যথা তো তোমার হবেই।’

 

 

‘... তোমাকে তো হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু, তুমি তো খাচ্ছই না। একদিন যাওবা খাবে তিনদিন আবার খাবে না। তাহলে তোমার হাঁটু ব্যথা হবে না তো কী হবে বলো তো। এবারে মর্তে গিয়ে আমি তোমাকে একটা ভালো ডাক্তার দেখাব। যাতে তোমার এই হাঁটু ব্যথাটা সেরে যায়। এখানের ডাক্তার দিয়ে তো তোমার হচ্ছে না। মর্তে গিয়েই দেখব।...’

‘...আরে বাবা পুজোর সময় মর্তের ডাক্তাররা ছুটিতে যায় সেটা আমিও জানি। তবে, আমি এবার এমন একটা মায়ার খেলা খেলব যে ডাক্তার তোমাকে দেখবেই। তোমার এক্স রে করিয়ে নেব। ওষুধ খাবে। দেখবে হাঁটুর ব্যথা একদম সেরে যাবে। এসো এসো তাড়াতাড়ি এসো। তোমাকে ছাড়া তো রিহার্সল করতে পারছি না।…’

সদ্য একটি ভিডিও শেয়ার করেছেন অপরাজিতা আঢ্য। সেখানে দুর্গার সাজে দেখা যাচ্ছে তাঁকে। মর্তে আসার আগে মহিষাসুর রিহার্সলে ডুব দিলে দেবী দুর্গা কী করতেন তা নিয়ে মজার একটি ভিডিও পোস্ট করেন নায়িকা।

আরও পড়ুন

Dev: দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে শান্তি পাবে, সিবিআই হানা নিয়ে মন্তব্য করলেন দেব

জওয়ান-র সাফল্যের পর মিলছে হুমকি, Y+ ক্যাটগরির নিরাপত্তা পেলেন শাহরুখ খান

‘ওনাকে পাগলের মতো ভালোবাসি’, ফের অমিতাভের প্রতি ভালোবাসার কথা জানালেন রেখা

PREV
click me!

Recommended Stories

শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা
অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?