Dev: দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে শান্তি পাবে, সিবিআই হানা নিয়ে মন্তব্য করলেন দেব

Published : Oct 09, 2023, 01:12 PM IST
Dev

সংক্ষিপ্ত

সাংসদ মন্তব্য করেন, ‘কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে অবশ্যই শান্তি পাক।’ সঙ্গে বলেন, রোজ বিরোধীদলের নেতাদের এরকম হানা দুঃখজনক। এতে দেশের ভবিষ্যত খারাপ হচ্ছে।

পুরসভা নিয়োগ মামলায় রাজ্যের ফিরহাদ হাকিম, প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দিল সিবিআই। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেতা-সাংসদ দেব।

সদ্য ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে এসেছিলেন সাংসদ। সেখানে এসে সাংসদ মন্তব্য করেন, ‘কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে অবশ্যই শান্তি পাক।’ সঙ্গে বলেন, রোজ বিরোধীদলের নেতাদের এরকম হানা দুঃখজনক। এতে দেশের ভবিষ্যত খারাপ হচ্ছে।

রবিবার পুরনিগম মামলায় তল্লাশি চালায় সিবিআই। সেই তল্লাশি চালাতে গিয়ে তারা হানা দিয়েছে মদন মিত্র ও ববি হাকিমের বাড়িতে। মদন মিত্রর কামারহাটি বাড়িতে তল্লাশি করে এবং দক্ষিণেশ্বরের বাড়িতে তল্লাশি চালায়। তেমনই উত্তর ২৪ পরগনার হালিশহর কাঁচরাপাড়ার বাড়িতেও হয় অভিযানষ তেমনই সুদমা রায়ের বাড়িতেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

রবিবার ১২টি জায়গায় হানা দেয় সিবিআই। হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করে। দমদম পুরসভার বর্তমান পুরপ্রধান হরেন্দ্র সিং, নিউ ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়িতেও গিয়েছিল সিবিআই।

এদিকে আবার বন্যায় আক্রান্ত ত্রাণ সামগ্রী দান প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয়, যে যার মতো কাজ করবে। ববিদা দক্ষ একজন মানুষ। তিনি নিজেকে প্রমাণ করবেন। যদি রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযান হয়, সেটা খারাপ। চির দিন কারও কাছে ক্ষমতা থাকবে না। রাজনৈতিক ষড়যন্ত্র হলে, এখন যারা বিরোধী, শাসক হলেও তারাও একই কাজ করবে।’ এদিকে রাজনীতি ছাড়াও ছবি নিয়ে বেশ কিছুদিন ধরে খবরে আছেন দেব। পুজোর আসছে দেবের বাঘা যতীন। এই ছবি মুক্তি পাবে ১৯ অক্টোবর। 

 

আরও পড়ুন

জওয়ান-র সাফল্যের পর মিলছে হুমকি, Y+ ক্যাটগরির নিরাপত্তা পেলেন শাহরুখ খান

‘ওনাকে পাগলের মতো ভালোবাসি’, ফের অমিতাভের প্রতি ভালোবাসার কথা জানালেন রেখা

কেউ কাউকে সহ্য করতে পারতেন না! দেবশ্রী রায়কে নিয়ে অকপট শতাব্দী রায়

PREV
click me!

Recommended Stories

শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা
অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?