জেনে নিন পুজো উদ্বোধন করতে কোন তারকা নিয়ে থাকেন কত লক্ষ, রইল তাঁদের পারিশ্রমিকের তালিকা

Published : Sep 15, 2023, 01:08 PM ISTUpdated : Sep 15, 2023, 02:56 PM IST
koel mallick

সংক্ষিপ্ত

কোয়েল মল্লিক পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৫ লক্ষ টাকা। তাঁর থেকে কম নেন বুম্বা দা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৩ লক্ষ টাকা।

ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মা দূর্গার আগমনের পরিকল্পনা। কদিন পরই বিশ্বকর্মা পুজো। তারপরই শুরু হয়ে যাবে পুরোদমে প্রস্তুতি। ইতিমধ্যে অনেক বড় বড় পুজোয় প্যান্ডেল নির্মানের কাজ চলছে। আর মাত্র ৩৫ দিন মতো বাকি। এই সময় সঠিকভাবে কাজ শুরু না করলে সময় মতো শেষ করা বিপদ। সে কারণে পিছিয়ে নেই কেউ। গোটা বছর বাঙালি এই পুজোর পাঁচটা দিনের জন্য অপেক্ষায় থাকেন।

সারা বছর ধরে চলে প্রস্তুতি। সাধারণ থেকে সেবেল সকলে গা ভাসান উৎসবের আনন্দে। এই সময় নতুন জামা থেকে প্যান্ডেল হপিং সব নিয়ে চলে উন্মাদনা। তেমনই পুজো উদ্বোধন ঘিরে থাকে বিশেষ উন্মাদনা। ছোট থেকে বড় ক্লাব সকলেই চেষ্টা করেন কোনও সেলেবকে দিয়ে পুজোর উদ্বোধন করাতে। সে কারণে বহু তারকাদের দেখা যায় পুজো উদ্বোধনে। পুজো উদ্বোধনে যেমন দেখা যায় বড় পর্দার সেলেবদের তেমনই দেখা যায় ছোট পর্দার তারকাদের। তবে, জানেন কি পুজো উদ্বোধন করতে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সেলেবরা। শোনা গিয়েছে, পুজোর উদ্বোধনে সব থেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন কোয়েল মল্লিক। সেই তুলনায় অনেক কম টাকা নিয়ে থাকেন টিভি তারকারা।

কোয়েল মল্লিক পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৫ লক্ষ টাকা। তাঁর থেকে কম নেন বুম্বা দা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৩ লক্ষ টাকা। তেমনই দেব পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৩ লক্ষ টাকা। তেমনই মিমি চক্রবর্তী পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন আড়াই লক্ষ টাকা। আবার শুভশ্রী পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ২ লক্ষ টাকা। তেমনই শ্রাবন্তী পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ২ লক্ষ টাকা। অঙ্কুশ পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ২ লক্ষ টাকা। অভিনেত্রী সায়ন্তিকা পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন দেড় লক্ষ। যশ দাশগুপ্ত পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন দেড় লক্ষ টাকা। আবার দিতিপ্রিয়া রায় পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ১ লক্ষ। ছোট পর্দার তারকারা তুলনামূলক কম টাকা নিয়ে থাকেন। স্বস্তিকা ঘোষ পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৫০ হাজার টাকা। আবার অঙ্কিতা মল্লিক পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৫০ হাজার। শুভস্মিতা মুখোপাধ্যায় পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৪০ হাজার। সৃজলা গুহ পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৪০ হাজার।

 

 

আরও পড়ুন

সাই পল্লবীর বিপরীতে অভিনয় করতে চলেছেন আমির পুত্র, রোম্যান্টিক ছবিতে দেখা দেবেন জুনায়েদ

Snake on Shooting! টলিউড তারকা সোহমের শুটিংয়ে হঠাৎ ঢুকে পড়ল অজগর....

Jawan: ৪০০ কোটির ঘরে পা দিতে রয়েছে সামান্য ব্যবধান, রইল ‘জওয়ান’ ছবির অষ্টম দিনের আয়ের হিসেব

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার