বিচ্ছেদের পর কেমন কাটছে জীবনের নতুন ইনিংস, অকপট ওপার বাংলার সুন্দরী পরীমনি

Published : Oct 10, 2023, 10:57 AM IST

বিচ্ছেদের খবর নিয়ে বহুদিন ধরে শিরোনামে পরীমনি। রাজের সঙ্গে দ্বন্দ্ব থেকে বিচ্ছেদ সব নিয়ে বারে বারে খবরে এসেন পরীমনি। এবার জানালেন কেমন কাটছে তাঁর দ্বিতীয় ইনিংস।

PREV
110

সদ্য ক্যামেরার সামনে ফিরলেন পরীমনি। দু বছরের বিরতির পর অভিনয় জগতে পা রাখলেন নায়িকা। ঘোষণা করলেন ‘ডোডোর গল্প’ ছবির কথা।

210

প্রকাশ্যে এসেছে ‘ডোডোর গল্প’ ছবির পোস্টার। পোস্টার দেখে বোঝা যাচ্ছে ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করছেন নায়িকা। এবার জানালেন কেমন লাগছে ক্যামেরার সামনে ফিরে।

310

সদ্য এক সাক্ষাৎকারে পরীমনি বললেন, ‘এতদিন এ দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এ প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে।’

410

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যেমন মুখ খোলেন নায়িকা তেমনই ছবির কথা জানান। পরীমনি জানান ‘ডোডোর গল্প’ ছবি ঘিরে তিনি কতটা আশাবাদী।

510

ভাঙল ওপার বাংলার নায়িকার পঞ্চম বিয়ে। গত বছর বিয়ে করেছিলেন শরিফুল রাজকে। বিয়ের ১০ মাসের মধ্যে পরিবারে আসে নতুন সদস্য। তা সত্ত্বেও টিকল না সেই বিয়ে।

610

জানা যায়, হঠাৎ করো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নায়িকার গোপন ভিডিও। সেই ভিডিও ক্লিপ যদিও কিছুক্ষণের মধ্যে সরিয়ে ফেলা হয়, তবে তা নিয়েই বাঁধে অশান্তি।

710

পরীমনির গোপন ভিডিও ক্লিপ লিক হওয়ার কারণে অশান্তি শুরু হয় শরিফু রাজ ও পরীমনির মধ্যে। এর পরিণতি হয় বিচ্ছেদ। জানা গিয়েছে, দীর্ঘদিন স্বামীর সঙ্গে থাকতেন না পরীমণি।

810

শেষে পরীমনি শরিফুলকে বিচ্ছেদের নোটিস পাঠান। ১৮ সেপ্টেম্বর বিচ্ছেদের নোটিশ পাঠালেন পরিমনি। সঙ্গে জানান সন্তানের সকল দায়িত্ব সে একাই পালন করবে।

910

২০২২ সালে ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে পরীমনি ও শরিফুল রাজের সম্পর্কের খবর। তার কয়েকদিন পর ২২ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন পরীমনি ও শরিফুল রাজ।

1010

এর আগে ভেঙেছে পরিমনির চারটি বিয়ে। এই নিয়ে ভাঙল পঞ্চম বিয়ে। আপাতত জীবনে নতুন ইনিংস শুরু করেছেন পরিমনি। ফিরছেন অভিনয়ে। সদ্য জানালেন কেমন কাটছে তাঁর দিন।

bangladeshi actress Pori moni is in news

click me!

Recommended Stories