Ditipriya Roy: দুর্গাপুজোর আগে এথনিক সাজে তাক লাগালেন দিতিপ্রিয়া, কমেন্ট বক্সে ‌লাভ রিয়্যাক্টের বন্যা

Published : Oct 01, 2023, 11:46 AM IST

সাদা-কালো থেকে রং-বেরং, দিতিপ্রিয়ার অপূর্ব রূপ দেখে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স জুড়ে ভক্তদের লাভ রিয়্যাক্টের বন্যা।

PREV
15

বোল্ড বা পশ্চিমী পোশাকেও তিনি যেমন সাবলীল, ভারতীয় সাজেও তিনি সমান মোহময়ী।

25

একদা খুদে শিল্পী দিয়ে অভিনয় জগতে নজর কেড়ে নিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন নজরকাড়া তন্বী। 

35

দুর্গাপুজোর আগে এথনিক পোশাকে নিজের অভিনব লুক প্রকাশ করলেন টলিউড শিল্পী। 

45

হালকা রঙের লিপস্টিকের সঙ্গে রইল স্লিভলেস ব্লাউজের গাঢ়তা। আলগা খোঁপা বাঁধা ছবির সঙ্গে পোস্ট করলেন হিন্দি কবিতা।

55

সাদা-কালো থেকে রং-বেরং, দিতিপ্রিয়ার অপূর্ব রূপ দেখে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স জুড়ে ভক্তদের লাভ রিয়্যাক্টের বন্যা। 

click me!

Recommended Stories