Jaya Ahsan: সাদা শাড়িতে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন জয়া এহসান, দেখুন তাঁর মোহময়ী ছবিগুলি

সাদা শাড়ি আর কালো অক্সিডাইসের গয়নায় মোহময়ী বাংলাদেশী অভিনেত্রী জয়া এহসান। যদিও শুধামাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নন তিনি। পশ্চিমবাংলায় একাধিক ছবির নায়িকা।

 

Web Desk - ANB | Published : Oct 7, 2023 2:55 PM IST
17
সাদা শাড়িতে জয়া এহসান

সোনালি পাড়ের সাদা শাড়ি। টান করে চুল বাঁধা। বাঙালি লুকে রীতিমত মোহময়ী অভিনেত্রী জয়া এহসান।

27
জয়া এহসান

জয়া এহসান বাংলা ছবির ব্যস্ত নায়িকা। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দিয়েছেন। তা রীতিমত ভাইরাল। ভক্তকূলের মন জয় করে নিয়েছে বলা যেতেই পারে।

37
বিতর্কে জয়া

মুক্তির অপেক্ষায় রয়েছে সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবি দশম অবতার। এই ছবিতে জয়া-অনির্বাণের লম্বা চুমুর দৃশ্য রয়েছে যা নিয়ে রীতিমত তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। বিতর্কে রয়েছেন জয়া এহসান। তাই নিয়ে তিনি মুখ খুলেছেন।

47
জয়ার বক্তব্য

চুমুর বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুলেছেন জয়া। তিনি বলেন, এটা তাদের কাছে নতুন কিছু নয়। এর আগেও এজাতীয় ভূমিকায় অভিনয় করেছেন।

57
প্রথম চুমু ঈগলের চোখ

জয়া জানিয়েছেন ঈগলের চোখ ছবি অনির্বাণ আর জয়া এহসান চুমু খেয়েছেন। বা এজাতীয় দৃশ্যে অভিনয় করেছেন। তাই এটা তাদের কাছে নতুন কিছু নয়।

67
সোশ্যাল মিডিডিয়ায় ভাইরাল জয়া

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর দেওয়া একাধিক ছবি ভাইরাল হয়েছে। ডিপনেক ব্লাউজে কখনও সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন জয়া। কখনও আবার তাঁর উদাসী ভঙ্গি মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।

77
জয়ার ছবি

উৎসবের মরশুমে মুক্তি পাচ্ছে জয়া এহসানের ছবি দশম অবতার। ক্রাইম থ্রিলার। সঙ্গে রয়েছেন, প্রসেনজিৎ, অনির্বান আর সাহেব।

Share this Photo Gallery
click me!

Latest Videos