"একটা সময় ইন্দ্রনীলকে নিয়েই আমার সবকিছু ছিল" বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন বরখা বিস্ত

Published : Jan 10, 2025, 01:42 PM IST
Barkha

সংক্ষিপ্ত

"একটা সময় ইন্দ্রনীলকে নিয়েই আমার সবকিছু ছিল" বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন বরখা বিস্ত

পেয়ারেলাল হিট হয়েছিল যুগ পেরিয়েছে। আবার বাংলায় ফের উঠল বরখা ঝড়। দেবের হাত ধরে 'খাদান' ছবিতে সুপারহিট বরখা। সম্প্রতি পাটায়ায় চর্চিত প্রেমিকের সঙ্গে এক ফ্রেমে দেখা দেখা গিয়েছিল বরখাকে। এতেই কানাঘুঁষো হচ্ছিল যে হয়তো এবার বিচ্ছেদ ভুলে মুভ অন করে নিয়েছেন নায়িকা। আদৌ কি সত্যি? বরখার জীবন থেকে মুছে গিয়েছে ইন্দ্রনীল।

সম্প্রতি সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেছেন বরখা বিস্ত। তিনি জানিয়েছেন যে তিনি সব রকম ভাবে বিয়েটা বাঁচাতে চাইলেও ইন্দ্রনীল ডিভোর্স চেয়েছেন।

তারপরেও প্রায় চার বছর সেপারেশনে থাকার পরে বরখা ইন্দ্রনীলের বিবাহ বিচ্ছেদ মামলা শুরু হয়। এ প্রসঙ্গে বরখা জানান, " চার বছর সেপারেশনের পর্বটা আমার জন্য খুবই কষ্টকর। জীবনে আপাতত কীভাবে মুভ অন করা যায় সেটা নিয়েই ভাবছি। একটা সময়ে ইন্দ্রনীলকে ঘিরেই আমার ছিল। এখন নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আমি ভীষণভাবে বিয়েটা বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু ইন্দ্রনীল সম্ভবত নিজের মতো করে জীবনটা শুরু করতে চেয়েছিল তাই ডিভোর্স চেয়েছ। আমিও জোর করিনি। কারণ জোর করে কাউকে সম্পর্কে আটকে রাখা যায় না। ওর সিদ্ধান্তকে আমি সম্মান জানিয়েছি"।

২০২১ সালে ইন্দ্রনীল ও বরখার ডিভোর্সের খবর শোনা যায়। জানা গিয়েছে টলিপাড়ায় এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনার পর থেকেই নাকি ভাঙন ধরেছিল ইন্দ্রনীল-বরখার সংসারে।

বরখা আরও জানান, "তবে ইন্ডাস্ট্রির অনেকে যাদের সঙ্গে আমি কথা বলতাম বা যোগাযোগ রাখতাম তাঁরা যা প্রতিক্রিয়া দিয়েছে বা যা ব্যবহার করেছে তাতে তাদের আমার জুভেনাইল অ্যাডাল্টস মনে হয়েছে। সেটা আমি জানতে পেরে তাঁদের থেকে দূরে সরে গিয়েছি। এটা আমার পক্ষে ভাল হয়েছে। এটা বলব।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে