শুরু হচ্ছে একাদশ শিশু-কিশোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! ডেলিগেট ফর্ম কোথায় পাবেন? জেনে নিন বিশদে

Published : Jan 08, 2025, 02:23 PM ISTUpdated : Jan 08, 2025, 02:24 PM IST
Kicff

সংক্ষিপ্ত

শুরু হচ্ছে একাদশ শিশু কিশোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! ডেলিগেট ফর্ম কোথায় পাবেন? জেনে নিন বিশদে

গত বছরের মতোই এই বছরও শুরু হচ্ছে শিশু কিশোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০২৫-এর এই উৎসব হল একাদশ শিশু কিশোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শিশু কিশোর একাদেমি তথ্য ও সংস্কৃত বিভাগের দ্বারা আয়োজিত হচ্ছে এই উৎসব। 

শিশুদের জন্য ডেলিগেট ফর্ম দেওয়া হবে আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত কলকাতা তথ্য কেন্দ্রের এক তলায়। যারা প্রতিটি সিনেমা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই কলকাতা তথ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে পারেন।

৫ থেকে ১৬ বছরের শিশুরা দুটি স্ট্যাম্প সাইজের ফটো ও জন্ম শংসাপত্রের প্রতিলিপি নিয়ে যোগাযোগ করতে পারেন। এ ছাড়াও অধিক তথ্যের জন্য ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে। ফোন নম্বর- ০৩৩২২২৩৬২১০।

এ ছাড়া মেইল আইডি হল- skakademi@gmail.Com. ওয়েবসাইট হল- www.kicff.org

প্রতি বছরের মতোই এই বছরও একগুচ্ছ ছোটদের ছবি নিয়ে হাজির এই চলচ্চিত্র উৎসব। চোখ ধাঁধানো সব ছবি থাকবে শিশুদের জন্য। এবারেও থাকবে শিশুদের জন্য বিশেষ থিম। আকর্ষণীয় ডেকোরেশন। তবে কী কী ছবি দেখা যাবে ও কবে থেকে শুরু হবে এই উৎসব তা এখনও জানা যায়নি। বিশদে জানতে ফিল্ম ফেস্টিভ্যালের নিজস্ব ওয়েবসাইটে চোখ রাখতে হবে। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে