শুরু হচ্ছে একাদশ শিশু-কিশোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! ডেলিগেট ফর্ম কোথায় পাবেন? জেনে নিন বিশদে

শুরু হচ্ছে একাদশ শিশু কিশোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! ডেলিগেট ফর্ম কোথায় পাবেন? জেনে নিন বিশদে

গত বছরের মতোই এই বছরও শুরু হচ্ছে শিশু কিশোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০২৫-এর এই উৎসব হল একাদশ শিশু কিশোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শিশু কিশোর একাদেমি তথ্য ও সংস্কৃত বিভাগের দ্বারা আয়োজিত হচ্ছে এই উৎসব। 

শিশুদের জন্য ডেলিগেট ফর্ম দেওয়া হবে আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত কলকাতা তথ্য কেন্দ্রের এক তলায়। যারা প্রতিটি সিনেমা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই কলকাতা তথ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে পারেন।

Latest Videos

৫ থেকে ১৬ বছরের শিশুরা দুটি স্ট্যাম্প সাইজের ফটো ও জন্ম শংসাপত্রের প্রতিলিপি নিয়ে যোগাযোগ করতে পারেন। এ ছাড়াও অধিক তথ্যের জন্য ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে। ফোন নম্বর- ০৩৩২২২৩৬২১০।

এ ছাড়া মেইল আইডি হল- skakademi@gmail.Com. ওয়েবসাইট হল- www.kicff.org

প্রতি বছরের মতোই এই বছরও একগুচ্ছ ছোটদের ছবি নিয়ে হাজির এই চলচ্চিত্র উৎসব। চোখ ধাঁধানো সব ছবি থাকবে শিশুদের জন্য। এবারেও থাকবে শিশুদের জন্য বিশেষ থিম। আকর্ষণীয় ডেকোরেশন। তবে কী কী ছবি দেখা যাবে ও কবে থেকে শুরু হবে এই উৎসব তা এখনও জানা যায়নি। বিশদে জানতে ফিল্ম ফেস্টিভ্যালের নিজস্ব ওয়েবসাইটে চোখ রাখতে হবে। 

Share this article
click me!

Latest Videos

'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed