ইডির সমন পেলেন অঙ্কুশ, হাজিরা দিতে হবে আগামী মাসে, কোন মামলায় জড়ালেন অভিনেতা?

Published : Aug 30, 2025, 11:07 AM IST
ankush hazra

সংক্ষিপ্ত

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে ইডি সমন, আগামী মাসে হাজিরা। অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে আইনি জটিলতায়।

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন দিল ইডি। হাজিরা দিতে হবে আগামী মাসে। অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার জেরেই অভিনেতা আইনি জটিলতায় পড়েছেন, টলিপাড়ার অন্দরমহল সূত্র তেমনটাই খবর।

প্রসঙ্গত, বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। অবধৈ বেটিং অ্যাপ প্রচারের জেরে বলিউড ও দক্ষিণের একাধিক তারকা সমস্যায় পড়েছেন। তালিকায় যেমন আছেন তারকারা তেমনই আছেন নেট প্রভাবী।সেই তালিকায় আছেন বিজয় দেবরোকোন্ডা, রানা ডাগ্গুবতী, পরকাশ রাজ। তেমই আছেন হরভজন সিং, উর্বশী রাওতেলা, সপরেশ রায়নার নামও রয়েছে। গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছে সুরেশ-হরভজন-সহ একাধিক তারকা। এবার অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার জেরে ইডির সমন পেয়েছেন অঙ্কুশ হাজরা।

এবার টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন দিল ইডি। হাজিরা দিতে হবে আগামী মাসে। ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে হবে অভিনেতা অঙ্কুশকে। গতবছর থেকেই এই অবৈধ অ্যাপের প্রচার করতে গিয়ে বহু তারকার নাম উঠে এসেছে চর্চায়। আইনী জটিলতায় পড়েছেন তারা। এবার সেই তালিকায় নাম জড়াল অঙ্কুশের।

জানা যাচ্ছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলমান তদন্তের অংশ হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার অঙ্কুশকেও ইডির দপ্তরে হাজিরা দিতে হবে। এই অ্যাপের প্রচার করার বিনিময়ে তাঁরা আর্থিক সুবিধা পেয়ে থাকেন বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলো অবৈধ ভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছেন। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে