আদৌ কি গাড়ির টাকা ফেরত দেবেন বনি, মঙ্গলবার ফের ইডির তলব পেতেই নয়া জল্পনা টলিপাড়ার অন্দরে

ফের অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কুন্তল যে টাকা দিয়ে বনিকে গাড়ি কিনে দিয়েছিলেন, তা ইডি-কে ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আদৌ কি কুন্তলের টাকা ফেরত দেবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

টলি অভিনেতা বনি সেনগুপ্ত ও কুন্তলকে নিয়ে জোরকদমে চর্চা চলছে। মঙ্গলবার অর্থাৎ আজ ফের অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘাঁটতেই বনির নাম উঠে এসেছে। কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেন হয়েছে বলেই দাবি করা হয়েছে। তদন্তকারীদের সূত্র থেকে জানা গেছে, কুন্তল যে টাকা দিয়ে বনিকে গাড়ি কিনে দিয়েছিলেন, অভিনেতা নাকি তা ইডি-কে ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে সেই টাকা ফেরত দিতেই ফের সিজিও কমপ্লেক্সে হাজির হলেন অভিনেতা। আদৌ কি কুন্তলের টাকা ফেরত দেবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

টলি অভিনেতা বনি সেনগুপ্তকে নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা চলছে। আপতত টলিপাড়ার অন্দরে কান পাতলেই তা শোনা যাচ্ছে। বনিকে নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। জানা গিয়েছে,২০১৭ সালে কুন্তলের সঙ্গে বনির পরিচয় হয়। কুন্তলের একাধিক অনুষ্ঠান করেছেন বনি। এবং কুন্তলও তাই দাবি করেছেন। বনি জানিয়েছেন,কুন্তলের প্রযোজনায় অভিনয়ের জন্য নগদ কোনও টাকা না নিলেও পাঁচ বছর আগে একটি গাড়ি কিনতে কুন্তল ৪০ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিল। সেই সূত্রেই টাকার লেনদেন হয়। যার বিনিময়ে কুন্তলের একাধিক অনুষ্ঠান করে দিয়েছেন বনি। এবং কুন্তলের একাধিক অনুষ্ঠানে যোগ দিয়ে হাজিরার পারিশ্রমিক হিসেবেই সমস্ত টাকা মিটিয়ে দেন বনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষের মুখে পড়েছেন অভিনেতা। এমনকী গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি দেওয়া নিয়ে খিল্লি চলছে জোরকদমে।

Latest Videos

 

 

বনি যেই গাড়ি কিনেছিলেন তার সমস্ত নথি ইডি-র দফতরে জমা দিতে বলা হয়েছে। দিনকয়েক আগেই দু-দফায় বনিকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তখনই জানা গিয়েছল কুন্তলের সঙ্গে তার যোগাযোগের কাহিনি। অভিনেতা আরও জানান, কুন্তল একবারই টাকা দিয়েছিলেন, সেই টাকায় গাড়িও কিনেছিলেন। যদিও সেই গাড়ি তিনি পাঁচ বছর আগেই বেঁচে দিয়েছেন।কুন্তল একটি স্টুডিও তৈরি করারও পরিকল্পনা করেছিলেন। সেই সম্পর্কেও বনিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বনি যে গাড়ির দাম কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন, তা নিয়ে ইডির পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সালটা ২০১৪। বরবাদ ছবি দিয়েই টলিউডে পা রেখেছিলেন বনি সেনগুপ্ত। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। একাধিক ছবিতে দেখা গিয়েছে বনিকে । তবে সব ছবিই যে বক্স অফিসে হিট,তেমনটাও নয়। তবে বনির গাড়ির পোস্ট নিয়ে নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে। অনেকেই মানতে চাইছেন না, বনির মতো অভিনেতার ৪০ লক্ষ টাকার গাড়ি থাকা সম্ভব। কেউ আবার ব্যাঙ্গাত্মক সুরে লিখেছেন, বাংলা সিনেমার পাশে দাঁড়াবে ইডি।

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা