Paran Bandopadhyay: অসুস্থতা নিয়ে মুখ খুললেন পরাণ বন্দ্যোপাধ্যায়, জানালেন কেন বাতিল করলেন শ্যুটিং

কানাঘুষো শোনা যাচ্ছিল তিনি অসুস্থ। তাঁকে নিয়ে চলছিল নানান গুজব। এবার এই সকল বক্তব্যের মাঝে আসল কথা জানালেন অভিনেতা।

বেশ কিছুদিন ধরে দর্শকদের চিন্তা ক্রমে বাড়ছিল। একের পর এক কাজ বাতিল করছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। কানাঘুষো শোনা যাচ্ছিল তিনি অসুস্থ। আবার অনেকে গুজব রটিয়েছিলেন মৃত্যুর সঙ্গে নাকি পাঞ্জা লড়ছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়ে চলছিল নানান গুজব। এবার এই সকল বক্তব্যের মাঝে আসল কথা জানালেন অভিনেতা।

এক সংবাদ মাধ্যমে পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অসুস্থতার সব খরব একেবাকেই ভুয়ো। কেন যে এসব খবর ছড়ানো হচ্ছে জানি না। তবে তিনি জানান, তিনি সর্দি জ্বরে আক্রান্ত। চিকিৎসক গলাকে বিশ্রাম দিতে বলেছেন। সে কারণে শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন। সংলাপ বলতে না পারলে কাজ করবেন কী করে, তা প্রশ্ন করেছেন সকলের উদ্দেশ্যে।

Latest Videos

তবে, তাঁর স্বাস্থ্য জটিলতা নিয়ে যে রটনা শোনা গিয়েছে তাতে বেশ দুঃখিত পরাণ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ৮২-তে পা রেখেছেন তিনি। তবে, এখনও জমিয়ে কাজ করে চলেছেন। বয়সকে তাঁর কাজে বাধা সৃষ্টি করতে দেননি। ছবি, সিরিয়াল, শো থেকে ওটিটি প্ল্যাটফর্মে জমিয়ে কাজ করছেন অভিনেতা। কদিন আগে শেষ হয়েছে নিখোঁজ সিরিজের কাজ। অয়ন চক্রবর্তী পরিচালনা করছেন এই সিরিজ। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা দিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সামান্য গলার সমস্যায় ভুগছেন। শ্যুটিং এ গিয়ে সংলাপ বলতে সমস্যা হবে বলে তিনি কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন। তবে, তাতে অনেকে রটিয়ে দিয়েছে তিনি শয্যাশায়ী। আবার অনেকে বলেছেন, তিনি নাকি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আর এই সব খবরে বেশ বিরক্ত অভিনেতা। তিনি যে তেমন অসুস্থ নন তা তিনি নিজেই বলেছেন। সামান্য গলার সংক্রমণ থেকে এমন খবর ছড়াবে তা তিনি কেন, কেউই আশা করতে পারেনি।

বাংলাদেশে যশোরে জন্ম পরাণ বন্দ্যোপাধ্যায়ের। দমদমে বড় হয়ে ওঠা। ছোট থেকে নাটকের প্রতি তাঁর এক টান ছিল। একসময় চাকরির পাশাপাশি অভিনয় করতেন। তিনি অভিনয় জগতে পা রাখার পর থেকে নানান ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন। সত্যজিৎ রায় গল্প অবলম্বনে তৈরি ভূতের ভ. ছবিতে তাড়িনীখুড়ো-র চরিত্রে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। তিনি বহু ছবিতে কাজ করেছেন। সঙ্গে ছোট পর্দার কার তো আছেই। এখনও পর্যন্ত প্রায় ৩৫টি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে নোবেল চোর, ভূতের ভবিষ্যত উল্লেখযোগ্য।

 

 

আরও পড়ুন

Kazan Khan: নেমে এল শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ‘জনপ্রিয় ভিলেন’ কাজান খান

Adipurush: টিকিটের দাম ছাড়াল ১৭০০ টাকা, ফের খবরে প্রভাস-কৃতি অভিনীত ‘আদিপুরুষ’

SRK: ধুমপান নিয়ে খবরে শাহরুখ খান, জানালেন সত্যিই ছাড়লেন কি না সিগারেট

Share this article
click me!

Latest Videos

‘ভোটের আগে হিন্দিভাষীদের নাম কাটা হচ্ছে!’ Mamata Banerjee-কে তোপ দাগলেন Agnimitra Paul
ফাঁকা চাষের জমিতে মহিলার দেহ উদ্ধার! আমডাঙায় তীব্র চাঞ্চল্য | Amdanga Murder Case | Bangla News
'হিন্দুরা মুসলিমদের মাঝে একদমই সুরক্ষিত নয়' বুঝিয়ে দিলেন যোগী আদিত্যনাথ | CM Yogi Adityanath
Nadia News Today: আধার কার্ডে মহা গোলমাল! এক নম্বরেই দুই পরিচয়, পুলিশের দ্বারস্থ দুই নারী
‘London-এ নারী সুরক্ষার বড়াই বাংলায় নারীদের অবহেলা!’ Mamata Banerjee-কে তোপ Adhir Ranjan Chowdhury-র