'প্যায়ার কিয়া তো ডরনা কেয়া', লাভ লাইফ নিয়ে মুখ খুললেন মধুমিতা সরকার

Published : Feb 15, 2023, 04:55 PM IST
Madhumita Sarcar

সংক্ষিপ্ত

রিল লাইফে বহু নায়কের সঙ্গে রোম্যান্স করলেও রিয়েল লাইফে কেমন অভিনেত্রী, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে প্রেম নিয়ে অকপট মধুমিতা সরকার।

টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারকে নিয়ে সর্বদাই চর্চা লেগেই রয়েছে। ছিমছাম সেক্সি চেহারায় প্রতিনিয়তই ফোটোশুটে নজর কাড়ছেন ছোটপর্দার পাখি । হট অবতারে দর্শকদের ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা। টলি তারকাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল তুঙ্গে দর্শকদের। সেই তালিকায় রয়েছে মধুমিতা সরকার। রিল লাইফে বহু নায়কের সঙ্গে রোম্যান্স করলেও রিয়েল লাইফে কেমন অভিনেত্রী, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে প্রেম নিয়ে অকপট মধুমিতা সরকার।

টেলিজগতের গন্ডি পেরিয়ে বড়পর্দার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। পাশাপাশি চেনা ছক ভেঙে নিজেকে হট অবতারে মেলে ধরছেন অভিনেত্রী। 'সবিনয় নিবেদন'টেলিসিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হয়েছিল মধুমিতার। কাজ করতে এসেই মন দেওয়া হয়েছিল মধুমিতা ও সৌরভের। তারপর চুটিয়ে প্রেম। রিল লাইফের সম্পর্ক রিয়েল লাইফে পরিণতি পায় বছর ২০১৫ সালে। সেই বছরই বিবাহ বন্ধনীতে আবদ্ধ হন মধুমিতা সরকার এবং সৌরভ চক্রবর্তী। তবে সেই সম্পর্ক এখন অতীত। বিবাহিত জীবনে ইতি টেনেছেন বাংলা টেলিভিশন জগতের দুই তারকা। সেই ভাঙা প্রেম নিয়েই প্রশ্ন করা হয় মধুমিতাকে।

 

 

ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটত সেই সময়-এই প্রশ্নের জবাবে মধুমিতা বলেন, আমার যিনি ভ্যালেন্টাইন ছিলেন, তিনি এই দিনটিতে বিশেষ বিশ্বাসী ছিলেন না। তাই আমাদের বিয়ের দিনটাই আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে ছিল। তিনি আরও জানান, স্কুলে পড়ার সময় অনেক প্রেমপত্রও পেয়েছিলেন। এবং প্রথম প্রেমপত্র পেয়ে স্কুলে গিয়ে সবাইকে দেখিয়েছিলেন মধুমিতা। নিজের প্রেম নিয়ে মধুমিতা জানান, প্রেম করতে গিয়ে তিনি বাবা ও মায়ের কাছে বকুনিও খেয়েছিলেন। তবে বকা খেয়ে ক্ষান্ত হননি, এই প্রেমের জন্য বাবা ও মা বাড়ি থেকেও বার করে দিয়েছিল। আসলে অভিনেত্রীর মতো প্যায়ার কিয়া তো ডরনা কেয়া। তখন কারোর কথা শুনিনি, যা ইচ্ছে তাই করেছি। বর্তমানে কারোর সঙ্গে প্রেম করছেন কিনা, সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন,হঠাৎ করে কোনও সারপ্রাইজ চলে আসতেই পারে। আর বিয়ে, এটাই শুনেই মধুমিতা সটান বলেন, এই প্রশ্নের উত্তর তিনি এখনই দিতে পারবেন না, আর দেওয়া উচিত নয়, তবে যদি সত্যিকারের কারোর সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখতে পান, নিশ্চয়ই বিয়ে করবেন। শরীরী উষ্ণতায় বলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত মধুমিতা। উন্মুক্ত ক্লিভেজের গভীর খাঁজ থেকে অনাবৃত উরু সবেতেই বাড়তি উত্তাপ ছড়াচ্ছেন মধুমিতা। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই ছবিতে চোখ আটকে যাচ্ছে ভক্তদের। মধুমিতা সরকার মানেই বাড়তি উত্তাপ।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার