'নোংরামিটা এবার বন্ধ করুন আমাকে নিয়ে', কাকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিলেন শ্রীলেখা

 ২১ তম ঢাকা চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন শ্রীলেখা। শ্রীলেখা মিত্র সাফ জানিয়ে দিয়েছেন, তাকে নিয়ে আপত্তিকর এবং কুরুচিকর নোংরামো যেন বন্ধ করা হয়।

 

টলিপাড়ার ঠোঁটকাটা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী হামেশাই কিছু না কিছু পোস্ট করে চলেছেন শ্রীলেখা। কোনও পোস্ট মজার ছলে, আবার কোনওটায় দুষ্টুমিতে ভরা।, কিংবা শাসক দলের দিকে তির্যক খোঁচাও মারতে ভোলেন না অভিনেত্রী। আর এইসব কারণের জন্যই সর্বদাই শিরোনামে থাকেন শ্রীলেখা মিত্র। কিছুদিন আগেও তাকে নিয়ে বানানো সংবাদ নিয়ে আপত্তি তুলেছিলেন শ্রীলেখা মিত্র। এবার সরাসরি মিডিয়াকে দিলেন কড়া বার্তা।

Latest Videos

শ্রীলেখা মিত্র সাফ জানিয়ে দিয়েছেন, তাকে নিয়ে আপত্তিকর এবং কুরুচিকর নোংরামো যেন বন্ধ করা হয়। ২১ তম ঢাকা চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন শ্রীলেখা। সেখানে নিজের নির্মিক স্বল্পদৈর্ঘ্যের ছবি ছাদ সিনেমার প্রদর্শনীতে হাজির ছিলেন নায়িকা। অনুষ্ঠান শেষে বাংলাদেশের মিডিয়ার মুখোমুখি হন এবং সেখানেই বোমা ফাটান নায়িকা। মিডিয়ার উদ্দেশ্যে সটান বলেন, এই দেশের কিছু ভুয়ো নিউজ পোর্টাল আমাকে নিয়ে নানা ধরনের বাজে শিরোনাম করে,প্লিজ এই ধরনের নোংরামি আমাকে নিয়ে করবেন না। আমার ১৭ বছরের একটি মেয়ে রয়েছে। শুধু তাই নয় অভিনেত্রী আরও বলেন, বাংলাদেশ আমার বাবার দেশ, আমি চাই না কেউ এই দেশ নিয়ে কোনও খারাপ কথা বলুক।

 

 

শ্রীলেখা মিত্রকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম স্পষ্টবাদী ও প্রতিবাদী অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র। বয়স যত বাড়ছে ততই শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে শ্রীলেখার। ছকভাঙতে যে অভিনেত্রী সিদ্ধহস্ত তা সকলেই জানেন, তবে মডেলিং কিংবা ফোটোশ্যুটের জন্য সবসময় যে রোগা, ছিপছিপে, স্লিম অ্যান্ড ট্রিম হতে হবে তেমন কোনও নিয়ম নেই। বরং তিনি যেমন ঠিক তেমন ভাবেই যেন দর্শকদের সামনে হাজির হন। হামেশাই কোনও না কোনও পোস্ট করে বরাবরই সকল ভক্তদের চমকে দেন শ্রীলেখা মিত্র। আর সেখান থেকেই শুরু হয়ে যায় বিতর্ক। যদিও সমালোচনাকে মোটেই পাত্তা দেন না বরং সমালোচনার মধ্যে থাকতেই বেশি পছন্দ করেন।নিজের রোজনামচা ভক্তদের সঙ্গে শেয়ার করেন নায়িকা। উষ্ণতার পারদ চড়িয়ে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে সর্বদাই থাকেন শ্রীলেখা মিত্র। টলিউডের একটু অন্য ঘরনার অভিনেত্রীদের মধ্যে রয়েছেন শ্রীলেখা মিত্র। থলথলে চর্বি, সারা শরীরে জমেছে মেদ, এহেন চেহারা যেন টলি নায়িকাদের সঙ্গে যেন বেমানান। কিন্তু টলিপাড়ার একটু অন্য ঘরনার অভিনেত্রী শ্রীলেখা মিত্র যেন এগুলোকেই বড্ড বেশি আঁকড়ে ধরেছেন ।চর্চার কেন্দ্রবিন্দুতে হামেশাই থাকে শ্রীলেখা মিত্র। শুধু তাই নয়, নিজের স্টাইল স্টেটমেন্টের জন্যই হামেশাই চর্চায় থাকেন শ্রীলেখা মিত্র।

আরও পড়ুন-

বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে চুমু ছুঁড়ে দিলেন শ্রীলেখা, সাতসকালে জিমের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

নববর্ষের প্রাক্কালে তন্বীরূপে ধরা দিলেন সুন্দরী শ্রীলেখা মিত্র, বোল্ড লুক দেখে ধরাশায়ী নেট দুনিয়া

ঘামেভেজা শরীর, হাতে কলা নিয়ে কী করছেন শ্রীলেখা, ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল নেটপাড়ায়

Share this article
click me!

Latest Videos

বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?