'আগের থেকে অনেকটাই সুস্থ', বাড়ি ফিরে জানালেন 'অপরাজিত' পরিচালক অনীক দত্ত

ফুসফুসের সংক্রমণও অনেকটাই কম রয়েছে। আপাতত চিকিৎসকরা পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন অনীক দত্তকে। বাড়ি ফিরেই প্রথমসারির সংবাদমাধ্যমকে অনীক দত্ত জানিয়েছেন, তিনি বাড়িতেই আছেন এবং আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন।

গত মঙ্গলবার অর্থাৎ ১০ জানুয়ারি, সকালেই ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরিচালক অনীক দত্তকে। সদ্যই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অনীক দত্ত। ফুসফুসের সংক্রমণও অনেকটাই কম রয়েছে। আপাতত চিকিৎসকরা পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন অনীক দত্তকে। বাড়ি ফিরেই প্রথমসারির সংবাদমাধ্যমকে অনীক দত্ত জানিয়েছেন, তিনি বাড়িতেই আছেন এবং আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন।

একটানা সাতদিন হাসপাতালে থাকার পর গত ১৬ জানুয়ারি সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছেন পরিচালক অনীক দত্ত। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। প্রথমসারির সংবাদমাধ্যমে মেয়ে ঐষী দত্ত জানিয়েছেন, বাবা এখন অনেকটাই সুস্থ। তবে চিকিৎসকদের কথা মেনে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে ১৫ দিন। এর পাশাপাশি রুটিন চেক আপও চলবে। দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যা ছিল অনীক দত্তের, সেকথা জানিয়েছেন পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত। কয়েকদিন আগেই রুটিন চেক আপে চিকিৎসকের কাছে গিয়েছিলেন অনীক দত্ত। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দিন কয়েক ধরেই শরীরটা খুব একটা ভাল যাচ্ছিল না। তবুও হাসপাতালে যেতে নারাজ ছিলেন তিনি। শরীর খারাপ থাকা সত্ত্বেও রাজি হচ্ছিলেন না ডাক্তার দেখাতে। সোমবার রাতেই আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল পরিচালক অনীক দত্তকে। মঙ্গলবার সকালেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৬২ বছরের পরিচালক অনীক দত্তকে। চিকিৎসা বিজ্ঞানের মতে সিওপিডির রোগীরা শীতকালে একটু বেশি ভোগেন এবং তখনই শ্বাসকষ্টের সমস্যা অনেকগুণ বেড়ে যায়। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন পরিচালক।

Latest Videos

 

 

বেশ কয়েকদিন ধরেই শরীরটা ভাল ছিল না অনীক দত্তর। এমন পরিস্থিতিতে পৌঁছায় যে শ্বাস নিতে কষ্ট হয় পরিচালকের। সেই সময়েই তড়িঘড়ি করে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অনীক দত্তরে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক। ফুসফুসে সংক্রমণের জন্যই আইটিইউ-তে ভর্তি রাখা হয়েছিল। তবে আগের থেকে অপরাজিত-র পরিচালকের অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। উল্লেখ্য, রবিবার সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনীক দত্ত। বর্ষসেরাদের পুরস্কার অনুষ্ঠানের মধ্য দিয়েই শুভ সূচনা হল ২০২৩-এর। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকেই এদিন জেম প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে এদিন চাঁদের হাট বসেছিল জেম প্রেক্ষাগৃহে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনীক দত্ত। সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চেও ওঠানামা করতে খানিক অসুবিধা হচ্ছিল। তারপর রাতেই তার শরীর আচমকাই খারাপ হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। এবং তখনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টলিপাড়ার তার একটা নিজস্ব পরিচিতি রয়েছে। ২০১২ সালে ভূতের ভবিষ্যৎ ছবির মধ্য দিয়ে টলিউডে আত্মপ্রকাশ ঘটেছে তার। তারপর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে নিজের কাজের প্রমাণ দিয়েছেন পরিচালক। আশ্চর্য প্রদীপ, মেঘনাথবদ রহস্য, ভবিষ্যতের ভূত এবং গত বছর সত্যজিৎ রায়ের পথের পাঁচালি নির্মাণের নেপথ্য কাহিনি নিয়ে অপরাজিত তৈরি করেন অনীক দত্ত। এবং যেটি বক্স অফিসে গত বছরের অন্যতম সফল ছবি। বর্তমানে যত কান্ড কলকাতায় ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন পরিচালক। এই ছবিতেই সেলিব্রেট করা হবে বাঙালির প্রিয় গোয়ান্দার মগজাস্ত্রকে। আপাতত সকলেই তার দ্রুত সুস্থতার কামনা করেছেন। তবে খুব শীঘ্রই সুস্থ হয়ে কাজে যোগ দেবেন বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন-

হাসপাতাল থেকে একসপ্তাহ পর বাড়ি ফিরলেন অনীক দত্ত, এখন কেমন আছেন পরিচালক?

অস্থিরতা কমলেই করা যাবে অ্যাঞ্জিওগ্রাম, এখন কেমন আছেন পরিচালক অনীক দত্ত

শারীরিক অবস্থার উন্নতি হলেও অক্সিজেন সাপোর্টেই রয়েছেন অনীক দত্ত, এখন কেমন আছেন পরিচালক?

Share this article
click me!

Latest Videos

প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র