অক্লান্ত প্রেম, বিপুল আশা আর ছেড়ে যাওয়া হাত, এই তিন ভিত্তির বুননে বাঁধা পড়েছে 'চিরসখা হে'।
একটা পাহাড়ের গভীর খাদের ধারে যে প্রেমিকের একমাত্র সম্বল তার বাহন, তাকেই বাঁচিয়ে রেখেছে তিলোত্তমার একটা ছবি।
যার একটিমাত্র মেসেজে মিষ্টি হাসি দেখা গিয়েছিল তনুশ্রী চক্রবর্তীর ঠোঁটে।
যার গালে আলতো আঙুল ছোঁয়ানোর জন্য অজুহাত খুঁজতে থেকেছিল ব্যাকুল প্রেমিকা।
তারই গালে কেন পড়ল সপাটে চড়?
এর পেছনে লুকিয়ে আছে এক পুরনো ‘বন্ধু’ হারানোর অতীত।
অক্লান্ত প্রেম, বিপুল আশা আর ছেড়ে যাওয়া হাত, এই তিন ভিত্তির বুননে 'চিরসখা হে' বুনেছেন পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়।
প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা ঈশান মজুমদার এবং তনুশ্রী চক্রবর্তী।
কার্শিয়ং-এর পাহাড়ি পাকদণ্ডির মতো উঠে-নেমে বয়ে গেছে সম্পর্কের তোলপাড়।
আলগা শীতে যার আঙুলের ডগায় লেগে থাকত চকিত প্রেয়সীর কোমল স্পর্শ,
তারই আঙুলে কি শেষমেশ পড়ে থাকবে জীর্ণ দীর্ণ আধপোড়া সিগারেট?
সম্পর্কের কঠিন দেওয়ালের ওপারে বয়ে যাবে অচেনা কোনও হাওয়া?
সেই চিত্রনাট্য ও সংলাপ গেঁথে তুলেছেন অভীক রায় ও সুজয়নীল বন্দ্যোপাধ্যায়।
১০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মিঠু চক্রবর্তী, বরুণ চন্দ অভিনীত ‘চিরসখা হে’।