কালো মনোকিনিতে ঠিকরে বেরোচ্ছে যৌবন,৩৮-র জন্মদিনে অনাবৃত উরুর ভাঁজে শিহরণ মনামীর

৩৮-শে পা দিলেন টলি অভিনেত্রী মনামী ঘোষ। জন্মদিনের ছুটি কাটাতেই ব্যাংককে উড়ে গিয়েছেন নায়িকা। কালো রঙের মনোকিনিতে সেক্সি ফিগার ফ্লন্টস করে জলের মাঝখানেই কেক কেটেছেন নায়িকা, নেটদুনিয়ায় ভাইরাল সেই ছবি।

Web Desk - ANB | Published : Feb 20, 2023 10:15 AM IST
112


টলি অভিনেত্রী মনামী ঘোষকে নিয়ে চর্চা লেগেই রয়েছে। ৩৮-শে পা দিলেন টলি অভিনেত্রী মনামী ঘোষ। জন্মদিনটা ভীষণ স্পেশ্যাল অভিনেত্রীর জন্য। তার চলতি বছরের জন্মদিনটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করার পরিকল্পনা করেছেন অভিনেত্রী।
 

212

হাজারো ব্যস্ততার মাঝে সময় বার করে জন্মদিন সেলিব্রেট করতে ব্যাংককে উড়ে গেলেন মনামী ঘোষ। বিদেশের মাটিতেই চলতি বছরের জন্মদিনটা সেলিব্রেট করবেন মনামী ঘোষ।

312

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বার্থ-ডে সেলিব্রেশনের  ছবি শেয়ার করেছেন মনামী, তা দেখা মাত্রই ভক্তরা পাগল হয়ে গিয়েছেন। কালো রঙের মনোকিনিতে সেক্সি ফিগার ফ্লন্টস করে নিজেকে মেলে ধরেছেন মনামী।

412

জলের মাঝখানে কেক হাতে ধরে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা। জন্মদিনের আগে ব্যাংকক গিয়ে জলপরী হয়ে ধরা দিয়েছেন মনামী। সেক্সি ফিগার ফ্লন্টস করে ভক্তদের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন নায়িকা।

512

মাখনের মতো চকচকে অনাবৃত উরু, কালো রঙের মনোকিনিতে অভিনেত্রীর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। অভিনেত্রীর উষ্ণতায় পুড়ে ছাই নেটিজেনরা। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

612

নীল জলের মাঝখানে দাঁড়িয়েই বার্থ-ডে সেলিব্রেশন করেছেন মনামী ঘোষ। কেক হাতে নিয়ে ছবির ক্যাপশনে লিখলেন-আমি ওয়াটার সাইন রাশি, মীনদের মরশুমে সকলকে স্বাগত।  বার্থ-ডের ছবি পোস্ট করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন মনামী ঘোষ।
 

712

সর্বদাই হটকে কিছু করেই চলেছেন টলিপাড়ার সেক্সিয়েস্ট নায়িকা। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ।

812

নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষের ছবি  দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা। ভক্তদের ধরে রাখতে নিয়মিত কিছু না কিছু করেই থাকেন মনামী। সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ টলি নায়িকা  । অভিনেত্রীর অ্যাটিটিউটে মুগ্ধ সাইবারবাসী। 

912

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে চোখের ইশারায় প্রেমে পড়তে বাধ্য হবেন আপনিও। কমেন্টে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার পাতা। অভিনেত্রীর সেক্সি আদায় পাগল হয়েছেন সমস্ত অনুরাগীরা। লাইক ও কমেন্টের সংখ্যাও হু হু করে বাড়ছে।  

1012

ফ্যাশন স্টেটমেন্ট থেকে মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী মনামী ঘোষ। মনামী ঘোষকে  নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া। কখনও কোমরের কার্ভস তো কখন উন্মুক্ত বক্ষ-বিভাজিকা মনামী ম্যাজিকে সরগরম পেজ থ্রি-র পাতা।

1112

মারকাটারি চাবুক  ফিগারে ফ্যাশন বোদ্ধাদের নজরে থাকেন অভিনেত্রী। এত প্রাণবন্ত, প্রাণখোলা মনের মানুষ যার হাসিতেই নতুন করে প্রেমে পড়বেন আপনিও। টলিপাড়ার প্রথমসারির ফ্যাশনিস্তা অভিনেত্রীদের মধ্যে মনামী ঘোষ রয়েছে সবার প্রথমে। 

1212

বরাবরই হটকে স্টাইল স্টেটমেন্ট দিয়ে নজর কাড়েন অভিনেত্রী। বরং এমন এমন স্টাইল স্টেটমেন্ট তিনি ক্যারি করেন যা দেখে থ হয়ে যান ফ্যাশন বোদ্ধারাও।  

Share this Photo Gallery
click me!

Latest Videos