শুরুতেই টিআরপি তালিকায় দ্বিতীয় নম্বের উঠে এল তিয়াসা রায় এবং রাজদীপ গুপ্তের নতুন ধারাবাহিক পঞ্চমী। দীর্ঘদিন ধরে পয়লা নম্বরে থাকা ধারাবাহিক জগদ্বাত্রীর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে নতুন ধারাবাহিক।
চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। হিন্দি চ্যানেলে রমরমিয়ে চলছে ধারাবাহিক নাগিন। যার প্রতিটা সিজনই সুপারহিট। বাংলাতেও যে এতটা ভাল ফল করবে তা হয়তো ভাবেনি। শুরুতেই টিআরপি তালিকায় দ্বিতীয় নম্বের উঠে এল তিয়াসা রায় এবং রাজদীপ গুপ্তের নতুন ধারাবাহিক পঞ্চমী। দীর্ঘদিন ধরে পয়লা নম্বরে থাকা ধারাবাহিক জগদ্বাত্রীর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে নতুন ধারাবাহিক।
টিআরপি তালিকায় উলটপূরাণ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে মিঠাই ভক্তদের। তুফান মেল আর উচ্ছেবাবুর জুটি ফের তলানিতে এসে ঠেকেছে। এখন টাইম বদলে গিয়েছে মিঠাইয়ের। বিকেল ৬ টার স্লটে এখন হচ্ছে ধারাবাহিক মিঠাই। তবে এতদিন যেভাবে তলানিতে ঠেকেছিল নম্বর স্লট বদলাতেই কিছুটা হলেও উপরের দিকে উঠে এসেছিল ধারাবাহিক মিঠাই। তবে দুঃখের খবর হল,চলতি বছরে সেরা পাঁচে জায়গা হল না মিঠাইয়ের। বরং একেবারে তলানিতে নবম স্থানে রয়েছে মিঠাই।চলতি সপ্তাহেও সবাইকে পিছনে ফেলে সেরার সেরার মুকুট ছিনিয়ে নিল ধারাবাহিক 'জগদ্ধাত্রী ' এবং দ্বিতীয় স্থানে রয়েছে 'পঞ্চমী। '। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
জগদ্ধাত্রী: ৮.৬(প্রথম)
পঞ্চমী: ৮.৪ (দ্বিতীয়)
অনুরাগের ছোঁয়া: ৮.০ (তৃতীয়)
গৌরি এলো : ৭.৮ (চতুর্থ)
খেলনা বাড়ি - নিম ফুলের মধু: ৭. ৭ (পঞ্চম)
ধুলোকণা-গাঁটছড়া: ৭.১ (ষষ্ঠ)
আলতা ফড়িং: ৭.০ (সপ্তম)
এক্কা দোক্কা: ৬.৫ (অষ্টম)
মিঠাই: ৬.৪ (নবম)
সাহেবের চিঠি: ৬.৩(দশম)
চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে (৮.৬ পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছে 'জগদ্ধাত্রী' । (৮.৪ ) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। ( ৮.০) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। (৭.৮ ) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে 'গৌরি এলো'। (৭.৭) পঞ্চম স্থানে রয়েছে 'খেলনা বাড়ি ও নিম ফুলের মধু'।(৭.১) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'ধুলোকণা'ও'গাঁটছড়া'। (৭.০) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক 'আলতা ফড়িং'। (৬.৫)পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে 'এক্কা দোক্কা'। (৬.৪) পয়েন্টে নবম স্থানে রয়েছে'মিঠাই'। (৬.৩) পয়েন্টে দশম স্থানে রয়েছে'সাহেবের চিঠি'।