কে হল এই সপ্তাহের 'বেঙ্গল টপার', 'সেরার সেরা' মুকুট ছিনিয়ে নিল কে? রইল সেরা দশ টিআরপি তালিকা

চলতি সপ্তাহেও সবাইকে পিছনে ফেলে সেরার সেরার মুকুট ছিনিয়ে নিল ধারাবাহিক 'জগদ্ধাত্রী ' এবং দ্বিতীয় স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া '। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

গত মাসে যেমন একগুচ্ছ ধারাবাহিক বন্ধ হয়েছে তেমনই অনেক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। অনেক ধারাবাহিকের সময়ও পরিবর্তন হয়েছে।

চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। দীর্ঘদিন ধরে পয়লা নম্বরে থাকা ধারাবাহিক জগদ্বাত্রীর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে নতুন ধারাবাহিক। চলতি সপ্তাহেও ৯.২ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক জগদ্ধাত্রী। এবং দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া।

Latest Videos

হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টিআরপি তালিকায় উলটপূরাণ। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। মাত্র কয়েকদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে একের পর এক ধারাবাহিক। হাই টিআরপি-র ধারাবাহিক কেন বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ধুলোকণার পরিবর্তে এসেছে নীল-তিয়াসার বাংলা মিডিয়াম। চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে মিঠাই ভক্তদের। তুফান মেল আর উচ্ছেবাবুর জুটি ফের তলানিতে এসে ঠেকেছে। এখন টাইম বদলে গিয়েছে মিঠাইয়ের। বিকেল ৬ টার স্লটে এখন হচ্ছে ধারাবাহিক মিঠাই। তবে এতদিন যেভাবে তলানিতে ঠেকেছিল নম্বর স্লট বদলাতেই কিছুটা হলেও উপরের দিকে উঠে এসেছিল ধারাবাহিক মিঠাই। তবে দুঃখের খবর হল,চলতি বছরে সেরা পাঁচে জায়গা হল না মিঠাইয়ের। বরং একেবারে তলানিতে  রয়েছে মিঠাই। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। চলতি সপ্তাহেও সবাইকে পিছনে ফেলে সেরার সেরার মুকুট ছিনিয়ে নিল ধারাবাহিক 'জগদ্ধাত্রী ' এবং দ্বিতীয় স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া '। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

জগদ্ধাত্রী: ৯.২ (প্রথম)

অনুরাগের ছোঁয়া-খেলনা বাড়ি: ৮.৩ (দ্বিতীয়)

গৌরি এলো : ৮.০ (তৃতীয়)

পঞ্চমী - বাংলা মিডিয়াম : ৭.৮ (চতুর্থ)

নিম ফুলের মধু: ৭.৬ (পঞ্চম)

আলতা ফড়িং: ৭.৩ (ষষ্ঠ)

গাঁটছড়া: ৭.০ (সপ্তম)

মিঠাই: ৬.৬ (অষ্টম)

সাহেবের চিঠি: ৬.৫ (নবম)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার: ৬.৪ (দশম)

চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে (৯.২) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছে 'জগদ্ধাত্রী' । (৮.৩ ) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া', 'খেলনা বাড়ি'। ( ৮.০) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'গৌরি এলো'। (৭.৮ ) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে 'বাংলা মিডিয়াম'। (৭.৬) পঞ্চম স্থানে রয়েছে 'নিম ফুলের মধু'। (৭.৩) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'আলতা ফড়িং'। (৭.০) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক'গাঁটছড়া'। (৬.৬)পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে'মিঠাই'। (৬.৫) পয়েন্টে নবম স্থানে রয়েছে 'সাহেবের চিঠি'। (৬.৪) পয়েন্টে দশম স্থানে রয়েছে'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'।

 

 

Share this article
click me!

Latest Videos

Firhad Hakim ও Siddiqullah Chowdhury-র আসল মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! দেখুন
লাভবান হওয়ার লোভ দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা! তারপর যা হলো | Bidhannagar News | Kolkata News
বন্ধ ঘর থেকে এ কী বের করলো পুলিশ! লোমহর্ষক ঘটনা Barasat-এ | North 24 Parganas News Today
Mamata Banerjee Live: ভারতে ফেরা মৎস্যজীবীদের বিশেষ উপহার মমতার, দেখুন সরাসরি
নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : PM Modi