এ কী কান্ড! স্বামী ওমকে ছেড়ে কার সঙ্গে ডেট করছেন মিমি, সংসারে তৃতীয় ব্যক্তিটি কে জানেন ?

বিয়ের একবছর ঘুরতে না ঘুরতে ওম ও মিমির সংসারে ঢুকে পড়ল তৃতীয় ব্যক্তি। আচমকাই ওমকে ছেড়ে প্রেমে মজলেন মিমি। তবে লুকোছাপা কিংবা রাখঢাক করে নয় বরং জোর গলায় সেকথা সোশ্যাল মিডিয়াতেও লিখলেন অভিনেত্রী।

গতবছর টলিপাড়ার বিয়ের মরশুমে চারহাত এক হয়েছে অভিনেত্রী মিমি দত্ত এবং ওম সাহানির। সদ্য বিবাহিত নবদম্পতি এখন নেটদুনিয়ার হটকেক। সর্বদাই প্রেমে মজে থাকেন মিমি ও ওম। টলি কাপলের সোশ্যাল মিডিয়া পিডিএ-তেও নজর থাকে ভক্তদের। বাংলা টেলিভিশনের জনপ্রিয় কাপল জুটি মিমি দত্ত ও ওম সাহানি সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ। বিয়ের পর তারা যে কতটা সুখী তা তাদের ছবি-ভিডিওতেই ধরা পড়ে।

বিয়ের একবছর ঘুরতে না ঘুরতে ওম ও মিমির সংসারে ঢুকে পড়ল তৃতীয় ব্যক্তি। আচমকাই ওমকে ছেড়ে প্রেমে মজলেন মিমি। তবে লুকোছাপা কিংবা রাখঢাক করে নয় বরং জোর গলায় সেকথা সোশ্যাল মিডিয়াতেও লিখলেন অভিনেত্রী। হঠাৎ করে কী হল অভিনেত্রীর, কে এই তৃতীয় ব্যক্তি তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। বিষয়টা একটু খোলসা করেই বলা যাক,

Latest Videos

 

 

 

সম্প্রতি দার্জিলিং-এ বেড়াতে গিয়েছিলেন মিমি। সেখানে গিয়েই নাকি প্রেমে পড়েছেন নায়িকা। তার সঙ্গে আবার ডেটেও গেছেন টলি নায়িকা। তবে কাঞ্চনজঙ্ঘার কাছে গিয়ে অন্য় পুরুষকে মন দেননি মিমি বরং পাহাড়কেই ভালবেসে মন দিয়েছেন নায়িকা। জিন্স, কালো টি-শার্ট, সঙ্গে ডেনিম ব্লু জ্যাকেট, গলায় জড়ানো লাল রঙের মাফলার, পায়ে স্নিকার্স,চোখে রোদচশমা পরে পাহাড়ের একেবারে কোলে দাঁড়িয়ে পোজ দিয়েছেন মিমি। এবং সেই ছবির ক্যাপশনেই অভিনেত্রী লিখেছেন- পাহাড়ের সঙ্গে ডেটে। স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েও পাহাড়ের সঙ্গে ডেটিং করছেন মিমি। দার্জিলিং সফরে স্বামী ওমের সঙ্গে একের পর এক ছবি শেয়ার করেছেন মিমি। শীতের কনকনে ঠান্ডায় ওম-মিমি যে একটা দুর্দান্ত সময় কাটাচ্ছেন তা ছবিতেই স্পষ্ট ধরা পড়েছে। দুজনের মাখোমাখো প্রেম যে কতটা গভীর তা স্পষ্ট ধরা পড়েছে ভিডিওতে।

 

 

 

সিরিয়ালের সেটেই আলাপ দুজনের। সেখান থেকেই দীর্ঘদিনের প্রেম আর এখন তারা টলিপাড়ায় নবদম্পতি। মিমি ও ওম বন্ধুদের সঙ্গে একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেছেন। পাহাড়ের সঙ্গে ডেট সেরে কাজে ফিরেছেন তারকা জুটি। ফ্রেশ অক্সিজেন নিয়ে পুরো উদ্যমে কাজে মনে দিয়েছেন মিমি ও ওম। উল্লেখ্য, বৈদিক মতে বিয়ে সেরেছিলেন ওম-মিমি। অবাঙালি প্রেমিক ওমের সঙ্গে ফেব্রুয়ারি মাসেই চারহাত এক হয়েছিল মিমি। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত সব অনুষ্ঠানেই ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে নজর কেড়েছিলেন ওম-মিমি। নতুন বিবাহিত জীবনের প্রতিটা মুহূর্ত একেবারে চেটেপুটে উপভোগ করছেন এই নয়া কাপল।

Share this article
click me!

Latest Videos

বন্দে মাতরম গর্জন শুনেই পালালো বাংলাদেশী সেনা! BSF দাঁড়িয়ে দেখল বাংলার 'দেশপ্রেম' | Malda News
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
'TATA-কে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা Suvendu Adhikari-র
আজ ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? বড় আপডেট দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Nandigram
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram