না শুলে কাজ পাওয়া যায় না… বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য লগ্নজিতার

গায়িকা লগ্নজিতা বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি এবং কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে, কাজ পেতে 'শোওয়া' বাধ্যতামূলক নয়, যদিও এতে কাজ পেতে দেরি হতে পারে। তিনি মুম্বইয়ের গায়কদের দিয়ে বাংলা গান গাওয়ানোর সমালোচনাও করেছেন।

বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কোনও রাখঢাক করেন না তিনি। বরাবরই স্পষ্ট বক্তা লগ্নজিতা। সমাজের যে কোনও অন্যায় নিয়ে প্রতিবাদ করেন। শেষ আরজি কর কাণ্ডের সময় বারে বারে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। এবার বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে খবরে এলেন গায়িকা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে ‘শুতে’ হয়। এমন কথা অনেকের মুখেই শোনা যায়। এবার এই বিষয় বিস্ফোরক মন্তব্য করলেন গায়িকা।

সদ্য এক পডকাস্টে মনের কথা বলে খবরে এলেন লগ্নজিতা। কথা বললেন বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে। তারপরই ভাইরাল হল সেই ভিডিও। যেখানে ইন্ডাস্ট্রি নিয়ে গোপন কথা বলতে শোনা যায় তাঁকে।

Latest Videos

লগ্নজিতা নিজের গায়িকা হওয়া প্রসঙ্গে বললেন, গায়িকা হওয়ার কোনও দিনই স্বপ্ন ছিল না তাঁর। পুরোটাই অ্যাক্সিডেন্টালি। তিনি বলেন, আমি কনভেনশন্যাল, আন কনভেনশন্যাল কোনও গায়িকাই হতে চাইনি। সৃজিতদা, অনুপমদা যদি আমাতে বসন্ত এসে গেছে-র জন্য না ডাকত, তাহলে আমার গান গাওয়া হত না।

এরপরই তিনি বিশেষ মন্তব্য করেন কাস্টিংক কাউচ নিয়ে। তিনি বলেন, না শুলে কাজ পাওয়া যায় না এটা ভুল কথা। পাওয়া যায়, তবে একটু দেরিতে পাওয়া যায়।

কাস্টিং কাউচ নিয়ে সকলের মনেই আছে নানা ধারণা। সে প্রসঙ্গে মুখ খুললেন লগ্নজিতা। তেমনই তিনি বলেন, মুম্বইয়ের গায়কদের দিয়ে বাংলায় গান গাওয়ার ট্রেন্ড চালু হয়েছে। তিনি বলেন ‘শচীন ব্যাট করতে নামলে যেমন বাচ্চাদের মাঠ ছেড়ে দিতে হয়, তেমনই মুম্বই থেকে কেউ এলে আমাদের মাঠ ছেড়ে দিতে হবে।’

 

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল