'সব ঝুট হ্যায়', ধামাকাদার কামব্যাক 'আগুনপাখি' নচিকেতার, হলদিয়ার পথে 'রাজশ্রী'

Published : Feb 09, 2023, 10:30 AM ISTUpdated : Feb 09, 2023, 10:56 AM IST
Nachiketa Chakraborty

সংক্ষিপ্ত

আগুনপাখির মতো ডানা মেললেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে স্বমহিমায় ধরা দিলেন নচিকেতা। একবারে নিজের মতো করে চেনা মেজাজে ধরা দিলেন শিল্পী।

নচিকেতা চক্রবর্তীকে দিয়ে দিনকয়েক ধরে বেশ শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও শিরোনামে থাকাটা তার সিদ্ধহস্ত। আগুনপাখি-কে সর্বদাই হইচই লেগেই রয়েছে নেটদুনিয়ায়। গত কয়েকদিন ধরেই তাকে নিয়ে চর্চা বাড়ছে ছাড়া কমছে না। আসলে বারেবারেই একাধিক চমক তিনি দিয়ে চলেছেন সমস্ত ভক্তদের।ফের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রীতিমতো ঝড় তুললেন নচিকেতা চক্রবর্তী।

আগুনপাখির মতো ডানা মেললেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে স্বমহিমায় ধরা দিলেন নচিকেতা। একবারে নিজের মতো করে চেনা মেজাজে ধরা দিলেন শিল্পী। 

 

 

কোনও ছবিতে দেখা যাচ্ছে সিগারেটে সুখটান দিয়েছেন, তো কখনও আবার ফোনে কথা বলছেন। কোথাও গান গাইছেন আবার ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিলেন। দীর্ঘদিন বাদে এমন খোশমেজাজে শিল্পীকে দেখে সকল ভক্তরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। 

 

 

তবে ছবির ক্যাপশনে ভক্তদের পাগল করে দিয়েছেন তিনি। যেখানে লেখা রয়েছে- সব ঝুট হ্যায়, ঝুট হ্যায়,রাজশ্রী হলদিয়ার পথে। ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে, তিনি এবার হলদিয়ার পথে রওনা দিয়েছেন। সেখানে লাইভ পারফরম্যান্স করবেন সঙ্গীতশিল্পী। তার এই পোস্টে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ভালবাসি যোদ্ধা। 

 

 

কেউ লিখেছেন, জয় গুরু। কেউ আবার লিখেছেন আগুন পাখি। নেটিজেনদের একজন আবার লেজেন্জ বলে মন্তব্য করেছেন। এরকম একাধিক মন্তব্য করে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নচিকেতা চক্রবর্তী। তার গান যে মানুষের হৃদয়ে কতখানি গাঁথা, তা এই কমেন্ট সেকশনেই ধরা পড়েছে। দীর্ঘদিন নীরব থাকার পর নয়া পোস্টে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন নচিকেতা চক্রবর্তী।

 

 

বাংলার চর্চিত গায়কদেকর মধ্যে অন্যতম হলেন নচিকেতা চক্রবর্তী। তার একাধিক গানের মধ্যে এসেছে একাধিক নারীদের নাম। কখনও রাজশ্রী, কখনও নীলাঞ্জনা, কখনও আবার শতাব্দাী। কলেজের বান্ধবী সুমিতাকে ভালবেসে বিয়ে করেছেন। তাদের একমাত্র সন্তান ধানসিঁড়ি, সদ্যই পড়াশোনা শেষ করে প্লে ব্যাক শুরু করেছেন। 

 

 

বাবার দেখানো পথেই হাঁটছেন মেয়ে। দীর্ঘদিনের বিবাহিত জীবনে কোনও গোলমালের খবর আসেনি। তবে দিনকয়েক আগেই নচিকেতার ডিভোর্স স্ট্যাটাস নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। যদিও পরে জানা যায় ডিভোর্স নিয়ে নতুন গান বেঁধেছেন গায়ক তার প্রচারেই ছিল ওই পোস্ট। তবে তা নিয়ে যা উন্মাদনা শুরু হয়েছিল, তা ছিল চোখে পড়ার মতো।   আসলে তার পরতে পরতেই রয়েছে নতুন চমক। আর সেই চমকেই তিনি হয়ে উঠেছেন সকলের প্রিয়  আগুনপাখি। 

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার