কত কোটির মালিক করিনা কাপুর, সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনারও

Published : Feb 06, 2023, 10:43 PM IST
akshay kumar out from 2 films kareena kapoor to alia bhatt and these stars are also replaced in movies KPJ

সংক্ষিপ্ত

বলি কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সব মিলিয়ে পেজ-থ্রির শিরোনামে থাকেন বলিউডের নবাব পত্নী করিনা কাপুর খান।অভিনেত্রীর বিলাসবহুল জীবন যা বরাবরই অবাক করে ভক্তদের। মোট কত কোটির মালিক করিনা কাপুর খান।

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী হলেন করিনা কাপুর খান। বছরের পর বছর ধরে একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকমনে নিজের জায়গা করে নিয়েছেন করিনা কাপুর খান। বলি কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সব মিলিয়ে পেজ-থ্রির শিরোনামে থাকেন বলিউডের নবাব পত্নী করিনা কাপুর খান। বলিউডের অন্যতম নবাব পাওয়ার কাপল সইফ আলি খান ও করিনা কাপুর খান সর্বদাই শিরোনামে থাকেন। বিয়ে করার আগে একে অপরের কো-স্টার হিসেবেই কাজ করেছেন এই পাওয়ার কাপল। টশন ছবির সেটে প্রেমের শুরু। দুজনের সম্পর্কের ব্যবধানও প্রায় ১০ বছর।গতে বাঁধা ছক ভেঙে তিনি বাঁচেন নিজের শর্তে। অভিনেত্রীর বিলাসবহুল জীবন যা বরাবরই অবাক করে ভক্তদের। মোট কত কোটির মালিক করিনা কাপুর খান।

পতৌদির নবাব পত্নীর বরাবরে শিরোনামে থাকতে পছন্দ করে। করিনা বরাবরই বিলাসবহুবল জীবনযাত্রা পছন্দ করেন। আলিশান বাড়ি থেকে গাড়ির সংখ্যাও বেশ দীর্ঘ। মুম্বইতে ৪ বিএইচকে ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। এবং কোটি টাকার মূল্যের গাড়িও রয়েছে। রিপোর্টে জানা গেছে, করিনা কাপুর খানের মাসিক বেতন প্রায় ১.৫ কোটি টাকা। এবং অভিনেত্রীর বার্ষিক আয় প্রায় ১২ কোটি টাকা। কোথা থেকে এত কোটি টাকা উপার্জন করেন করিনা? সূত্র থেকে জানা গেছে, অভিনেত্রীর আয়ের উৎস হল প্রধানত ফোটোশ্য়ুট, ব্র্যান্ড অনুমোদন, এবং অন্যান্য মাধ্যম থেকে উপার্জন করেন।

করিনা কাপুর খানের মোট সম্পদের কথা বলতে গেলে অনেকেরই চোখ কপালে উঠবে। অভিনেত্রীর বিশাল সম্পত্তির পরিমাণ প্রায় ৪৪০ কোটি টাকা। বলি ইন্ডাস্ট্রির অন্যতম ব্যাঙ্কযোগ্য অভিনেত্রী হিসেবেও গন্য করা হয় করিনা কাপুর খানকে। করিনা কাপুর খান মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্টের মালিকই নন, সুইজারল্যান্ডেও একটি আলিশান আবাসিক সম্পত্তি রয়েছে অভিনেত্রীর। রিপোর্টে জানা গেছে ওই বাড়ির দাম ৩৩ কোটি টাকা। বাড়ির পাশাপাশি করিনার গাড়ির তালিকাও দীর্ঘ। সম্পত্তি ছাড়াও ১.৪০ কোটি মূল্যের মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাস গাড়ি রয়েছে করিনার। এছাড়াও অডি কিউ৭, লেক্সাস এল এক্স ৪৭০ যার দাম ২.৩২ কোটি টাকা। এবং রেঞ্জ রোভার স্পোর্ট এসইউভি যার দাম প্রায় ১ কোটি টাকা। কাজের ফাঁকে সময় পেলে বিদেশ সফরে যেতে পছন্দ করেন করিনা কাপুর খান। বর্তমানে স্বামী সইফের ও দুই ছেলে তৈমুর ও জেহর সঙ্গে মুম্বইয়ের বান্দ্রায় থাকেন করিনা কাপুর খান। অভিনেত্রীর বিলাসবহুল ফ্ল্যাটের দাম ৫৫ কোটি টাকা।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার