মুম্বই বিমানবন্দরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হিন্দি ওয়েব সিরিজ 'জুবিলি' ছবির সাফল্য পর ফিরছেন শহরে

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। হিন্দি ওয়েব সিরিজের সাফল্যের পর শহরে ফিরছেন তিনি।

Sayanita Chakraborty | Published : Apr 14, 2023 4:40 AM IST

110

পরনে সাদা হুডেড শার্ট। সঙ্গে পরেছেন ট্রাউজার। এরই সঙ্গে পায়ে সাদা স্নিকার্স। চোখে চশমা। আর মাথায় চুবি। ছিমছাম সাজে দেখে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। মুম্বই এয়ারপোর্টে সকলের নজর কাড়লেন তিনি।

210

গতকাল সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ধরা পড়লেন পপারাৎজিদের ক্যামেরায়। দেখা গেল মুম্বই এরায়পোর্টে। হিন্দি ওয়েব সিরিজ জুবিলি ছবির সাফল্য পর ফিরছেন শহর তিলোত্তমায়। এই দিন ইন্টারন্যাশনল এয়ারপোর্টের গেট ১-এ দেখা যায় তাঁকে।

310

সম্প্রতি, হিন্দি ওয়েব সিরিজ জুবিলি-তে দেখা গিয়েছে প্রসেনজিৎকে। অভিনয় করেছেন, অদিতি রাও হায়দরি, অপারশক্তি খুরানা, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তা ও ওয়ামিকা গাব্বি-র সঙ্গে। শুক্রবার মুক্তি পেয়েছে এই সিরিজের ৫টি এপিসোড। আগামী সপ্তাহে মুক্তি পাবে বাকি ৫টি এপিসোড।

410

হিন্দি ওয়েব সিরিজ জুবিলি-তে শ্রীকান্ত রায়ের ভূমিকায় দেখা গিয়েছে প্রসেনজিৎকে। চোখে দামী চশমা ও পরনে স্যুট। চুল পরিপাতি করে আঁচড়ানো। একেবারে অন্যরকম লুকে নজর কেড়েছেন তিনি। এটি তাঁর প্রথম হিন্দি ওয়েব সিরিজ।

510

হিন্দি ওয়েব সিরিজ জুবিলি-র গল্প উঠে এসেছে শ্রীকান্ত রয় টকি-র প্রতিষ্ঠাতা শ্রীকান্ত রায় ও তাঁর স্ত্রী সুমিত্রা কুমারীর গল্পকে কেন্দ্র করে। সেই সঙ্গে অতি সাধারণ বিনোদ দাসের তারকা মদন কুমার হয়ে ওঠার গল্প উঠে এসেছে হিন্দি ওয়েব সিরিজ জুবিলি-তে।

610

৫-র দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। দেশ ভাগের আগের কাহিনি দেখা গিয়েছে ছবিতে। সেকারেণে অভিনীত চরিত্রদের সাজপোশাক একেবারে পুরনো দিনের মতো। সিরিজে রাস্তাঘাট, ট্রেনের কামরা থেকে শুরু করে সমস্ত দৃশ্যই তৈরি হয়েছে সে যুগের মতো।

710

হিন্দি ওয়েব সিরিজ জুবিলি দিয়ে হিন্দি ওটিটি-তে পা রাখলেন প্রেসনজিৎ। এর আগে হিন্দি ছবি সাংহাই-তে তাঁকে দেখেছিলেন দর্শকেরা। সাংহাই মুক্তি পেয়েছিল ২০১২ সালে। এর বিস্তর বিরতির পর হিন্দি ওটিটি-তে দেখা যাবে প্রসেনজিৎকে।

810

হিন্দি ওয়েব সিরিজ জুবিলি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। তাঁর পরিচালনায় হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখলেন প্রসেনজিৎ। এই সিরিজ মুক্তি পেতেই সর্বত্র প্রশংসিত হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়।

910

এদিকে জানা গিয়েছে, এখন ওয়েব সিরিজের কাজে মন দিতে পারেন তিনি। তাঁর কাছে হিন্দি ও বাংলা একাধিক ভাষার ওয়েব সিরিজের প্রস্তাব আসতে শুরু করেছে। তাই তিনি কাজ করতে পারেন ওটিটি প্ল্যাটফর্মে।

1010

এদিকে কদিন আগে প্রসেনজিৎ জানান, সৃজিতের অটোগ্রাফ দিয়ে মাল্টিপ্লেক্সে ঢুকেছিলাম। সেটি সেবছর ভীষণ হিট হয়েছিল। এবার জুবিলি দিয়ে ওটিটি-র যাত্রা শুরু করলাম। এটি মায়ের আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কী-ই বা বলব।

Share this Photo Gallery
click me!
Recommended Photos