আসছে 'চেঙ্গিজ'- বড় পর্দা কাঁপানোর আগে রোমান্টিক ভঙ্গীতে ক্যামেরায় ধরা দিলেন জিত-সুস্মিতা, দেখুন ছবি

জিতের চেঙ্গিজ প্রথম বাংলা ছবি যা বাংলা ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেতে চলেছে গোটা ভারত জুড়ে। এখানে জিতের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে। আগামী ২১ তারিখ অর্থাৎ ইদের দিন মুক্তি পাবে এই ছবি। ফটোশ্যুটে ধরা দিলেন ছবির এই জুটি।

Web Desk - ANB | Published : Apr 5, 2023 7:41 PM IST / Updated: Apr 06 2023, 02:33 PM IST
18

অ্যাকশন থেকে রোমান্স-এই ঘরানার ছবিতে জিতের জুড়ি মেলা ভার। আর সেই ঘরাণারই ছবি চেঙ্গিজ। ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে মুগ্ধ দর্শকরা। এবার জিত ধরা দিলেন অন্য মুডে ক্যামেরার সামনে।

28

বলিউডের এক ধুমধাড়াক্কা ছবিতে জিৎ। ট্রেলার সামনে এল সোমবার ৩ এপ্রিল। হিন্দি ও বাংলা দুটো ভাষাতেই মুক্তি পেল জিত-এর ছবির ট্রেলার।

38

চেঙ্গিজে জিতকে মারপিট করতে বড় পরদায় দেখার সুযোগ ছাড়া বোকামিই হবে। জলপথে চোরাই মাল আনা-নেওয়া, খেলার মাঠ, লঞ্চ, সবটাই রয়েছে ট্রেলারে।

48

এই ছবিতে রয়েছে রোম্যান্সের ছোঁয়া। আর জবরদস্ত মারপিট। সব মিলিয়ে জমজমাট বিনোদন।

58

তবে অভিনেত্রী সুস্মিতার সঙ্গে ফটোশুটে অন্য মেজাজেই ধরা দিলেন টলিইড হার্টথ্রব জিত

68

আগেই জিৎ ঘোষণা করেছিলেন যে, সোমবার আসছে ট্রেলার। এদিন বাংলা ও ইংরাজি ট্রেলার প্রকাশ্যে আসতেই তা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। একঘণ্টায় এই ছবি হিন্দি ট্রেলার দেখে ফেলেছেন প্রায় দেড় লক্ষ দর্শক।

78

ছবি নিয়ে ফ্যানেদের উত্তেজনাও তুঙ্গে। ট্রেলারে জিতের লুক দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ফ্যানেরা। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি।

88

কেন জয়দেব থেকে চেঙ্গিজ হয়ে উঠল সে, যার বাবা ও মামা পুলিস সে কী করে হয়ে উঠল ড্রাগের ব্যবসায়ী সেই গল্পই লিখেছেন বলিউডের অ্যাকশন থ্রিলার স্পেশালিস্ট গল্পকার-পরিচালক নীরজ পাণ্ডে এবং রাজেশ গঙ্গোপাধ্যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos