ফের কাছাকাছি সূর্য-দীপা, এবার কী করবে মিশিকা? অনুরাগের ছোঁয়ায় নতুন মোড়

ধারাবাহিক অনুরাগের ছোঁয়া নতুন মোড় নিচ্ছে। ফের কাছাকাছি এসে গিয়েছে সূর্য ও দীপা। তাঁদের নিয়ে বাড়িতে সবাই উদ্বেগে থাকলেও, নিরাপদেই আছে সূর্য ও দীপা।

নতুন মোড় নিয়েছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। গুণ্ডাদের হাতে আক্রান্ত হওয়ার পর ফের দীপার কাছাকাছি এসেছে সূর্য। তারা এখন আশ্রয় নিয়েছে একটি আশ্রমে। সেখানকারই এক বৃদ্ধা সূর্যর জীবন রক্ষা করেছেন। সূর্যর শুশ্রুষা করছে দীপাও। আশ্রমে থাকা এক সাধুও সূর্য-দীপার দেখভাল করছেন। মন্দিরে সকালের পুজো-প্রার্থনা শেষ হওয়া পর্যন্ত সূর্য ও দীপাকে অপেক্ষা করার অনুরোধ জানান সাধু। এরপর সূর্য ও দীপা মন্দিরে যায়। সেখানে সূর্যকে সাধু বলেন, দীপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে। সে কথা শুনে সূর্য ও দীপা বিব্রত হয়ে পড়ে। তারা যে আলাদা থাকে, সে কথা বলতে পারে না। শেষপর্যন্ত দীপাকে সিঁদুর পরিয়ে দেয় সূর্য। তারা ২ জনই আবেগপ্রবণ হয়ে পড়ে। ইতিমধ্যেই সূর্য ও দীপাকে খুঁজতে খুঁজতে ওই মন্দিরে পৌঁছে যায় মিশিকা। সে সূর্য ও দীপাকে একসঙ্গে দেখতে পেয়ে রাগে ফেটে পড়ে। দীপাকে গুলি করে মেরে ফেলবে বলে তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে। কিন্তু ঠিক সেই সময় কয়েকটি বাচ্চা ছুটে আসে। তাদের সঙ্গে ধাক্কা লেগে মিশিকার হাত থেকে পড়ে যায় আগ্নেয়াস্ত্র। ফলে মিশিকার চক্রান্ত ভেস্তে যায়।

এদিকে, সেনগুপ্ত ম্যানসনে অন্য নায়ক চলছে। সেখানে পৌঁছে গিয়েছে দীপার সৎ মা রত্না ও তার মা নিস্তারিনী দেবী। তারা গলা ছেড়ে কাঁদতে শুরু করে দেয়। এমন ভান করে যেন সূর্যর জন্য তাদের বুক ফেটে যাচ্ছে। সেনগুপ্ত পরিবারের সবাই বুঝতে পারে, নাটক করছে রত্না ও নিস্তারিনী। সোনা ও রূপাকেও ভয় দেখানোর চেষ্টা করে নিস্তারিনী। সেটা দেখে প্রচণ্ড বিরক্ত হয় লাবণ্য, প্রদীপ ও বাকিরা। তারা রত্না ও নিস্তারিনীকে চলে যেতে বলে। কিন্তু তারপরেও তারা সেনগুপ্ত ম্যানসনেই থেকে যায়।

Latest Videos

এরই মধ্যে বাড়িতে ফোন করে দীপা জানায়, সূর্য নিরাপদেই আছে। সে কথা শুনে সেনগুপ্ত পরিবারের সবাই স্বস্তি পায়। দীপা সবাইকে বলে, খারাপ আবহাওয়ার মধ্যে রাতে আর কোথাও বেরোতে হবে না। তারা সকালেই বাড়ি ফিরবে। দীপা ফোন করেছে এবং সূর্য ভালো আছে শুনে রত্না ও নিস্তারিনী অখুশি হয়। কিন্তু মুখে সে কথা বলার বদলে নাটক করতে থাকে তারা। 

দীপা ও সূর্য ফের কাছাকাছি আসার পর তাদের জীবনে নতুন করে সমস্যা তৈরি করার চেষ্টা করবে মিশিকা, রত্না ও নিস্তারিনী। আগামী পর্বগুলিতে সেই ঘটনাই দেখা যাবে।

আরও পড়ুন-

Mimi Chakraborty : স্বচ্ছ্ব শাড়িতে স্পষ্ট শরীরের কার্ভলাইন, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মিমি

আর্থিক সমস্যায় মুচির কাজ করছেন তরুণজ্যোতি! কী হচ্ছে ধারাবাহিক রাঙা বউয়ে?

জেকে-র আসল পরিচয় জানতে পারল জস, কী হতে চলেছে জগদ্ধাত্রীর আগামী পর্বে?

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ১১ই জানুয়ারি কী অপেক্ষা করছে আপনার জন্য, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন