জেকে-র আসল পরিচয় জানতে পারল জস, কী হতে চলেছে জগদ্ধাত্রীর আগামী পর্বে?

বাংলা ধারাবাহিক জগদ্ধাত্রীর গল্প এখন আবর্তিত হচ্ছে মূলত জস ও স্বয়ম্ভুকে ঘিরে। পাশাপাশি জগদ্ধাত্রীর পরিবারেও নতুন সমস্যা তৈরি হয়েছে। ফলে বাড়িতে ফের সমস্যায় জগদ্ধাত্রী।

জমে উঠেছে ধারাবাহিক জগদ্ধাত্রী। এখন দিব্যা সেনকে জেরা করছেন স্পেশাল ক্রাইম ব্র্যাঞ্চের অফিসার জস ও তাঁর সহকর্মীরা। প্রভাব খাটিয়ে তদন্ত ও জেরা এড়ানোর চেষ্টা করেন দিব্যা। কিন্তু তাঁকে সেই সুযোগ দেননি জসরা। মহিলাদের ব্ল্যাকমেল-সহ দিব্যার যাবতীয় ঘৃণ্য অপরাধের কথা ফাঁস করে দেওয়ার জন্য দিব্যার উপর চাপ সৃষ্টি করতে থাকেন জস। কিন্তু এ ব্যাপারে সংবাদমাধ্যমে কিছু লিখতে অস্বীকার করেন দিব্যা। তখন দিব্যার কার্যকলাপ ফাঁস করে দেওয়ার হুমকি দেন জস। তিনি দিব্যার বিরুদ্ধে তাঁর স্বামী মৃদুল সেনকে ব্যবহার করেন। জস বলেন, মৃদুলের সঙ্গে দিব্যা যা যা করেছেন, সেসব সংবাদমাধ্যমে ফাঁস করে দেবেন। দিব্যার সঙ্গে মৃদুলের সম্পর্ক তলানিতে। ফলে দিব্যার বিরুদ্ধে বিষোদগার করতে থাকেন মৃদুল। কোনও উপায় না দেখে জসের সঙ্গে সহযোগিতা করতে রাজি হন দিব্যা।

এদিকে, স্বয়ম্ভুর উপর হামলা চালানো এবং একটি ব্ল্যাকমেলের মামলায় আটক করা প্রীতির স্বামী দেবুকে জেরা করছেন জস। তিনি হুমকি দিয়েছেন, দেবুকে দীর্ঘদিন জেলের ঘানি টানাবেন। এই কৌশল কাজে দেয়। জেকে-র আসল পরিচয় জানিয়ে দেন দেবু। তখন জস বুঝতে পারেন, জেকে নামটা তাঁর কাছে অপরিচিত নয়। তিন্নিকে বেশ কিছুদিন ধরে ব্ল্যাকমেল করছেন জেকে। সম্প্রতি একটি তল্লাশিতে উদ্ধার হওয়া ফোন বের করেন জস। তখন তিনি বুঝতে পারেন, জেকে তাঁদের হেফাজতেই আছেন। তিন্নির সঙ্গে কথা বলে জেকে-র পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হন জস। তখন তিনি স্থানীয় এক সমাজবিরোধীকে জেরা শুরু করেন। তাঁর মনে হয়েছিল, এই ব্যক্তিই জেকে। একটি পেনড্রাইভে এমন কিছু বস্তু আছে, যেগুলি প্রীতির সম্মানহানি করতে পারে। ওই সমাজবিরোধীর কাছ থেকে সেই পেনড্রাইভ আদায় করার চেষ্টা করেন জস। এরই মধ্যে দেবুর জন্য বাড়ি থেকে থানায় খাবার নিয়ে আসেন প্রীতি। কিন্তু তাঁকে দেবুর সঙ্গে দেখা করতে দিতে অস্বীকার করেন জগদ্ধাত্রী

Latest Videos

অন্যদিকে, মুখোপাধ্যায় পরিবারের নতুন সমস্যা তৈরি হয়েছে। কৌশিকীর উপর খাপ্পা মেহেন্দি ও তাঁর স্বামী উৎসব। তাঁরা কৌশিকীকে শিক্ষা দিতে তৈরি হচ্ছেন। মেহেন্দির মা বৈদেহীও কৌশিকীর উপর ক্ষোভ উগরে দেন। ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেন প্রীতি। এর জন্য সবাই মিলে কৌশিকী ও জগদ্ধাত্রীকে দায়ী করেন।

জগদ্ধাত্রীর আগামী পর্বগুলিতে জেকে সম্পর্কে আরও তথ্য জানা যাবে। জগদ্ধাত্রীকে কর্মস্থলের পাশাপাশি ব্যক্তিগত সমস্যাও মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন-

Dev : প্রকাশ্যে এল 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবির ট্রেলার, নজর কাড়লেন দেব-রুক্মিণী

Cheeni 2: টিজারের পর মিলবে ট্রেলারের ঝলক, মুক্তির অপেক্ষায় ‘চিনি ২’ ছবির ট্রেলার ও গান

Subhashree: নয়া ভূমিকায় নায়িকা, প্রযোজনা সংস্থা খুলছেন শুভশ্রী, ভক্তদের দিলেন সুখবর

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury