Jagaddhatri: কর্মক্ষেত্রের সমস্যা মেটাতে সক্ষম জ্যাস, পরিবারের অবস্থা কী?

Published : Sep 01, 2023, 08:11 PM ISTUpdated : Sep 01, 2023, 08:18 PM IST
Jagaddhatri

সংক্ষিপ্ত

কর্মক্ষেত্রে জ্যাস এবং পরিবারে জগদ্ধাত্রী, দ্বৈত ভূমিকা পালন করছে ধারাবাহিক 'জগদ্ধাত্রী'-র নায়িকা। তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। 

ধারাবাহিক 'জগদ্ধাত্রী'-র সাম্প্রতিক পর্বে চমকপ্রদ ঘটনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছে জ্যাস। তার দফতরের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের মুখোমুখি হতে তৈরি হয় জ্যাস। কিন্তু তাকে বাধা দেয় কৌশিকী। সে বোঝায়, যে সাংবাদিকরা এসেছেন তাঁদের মধ্যে বেশিরভাগই দিব্যা সেনের সাজানো লোক। তারা জ্যাসকে বিপদে ফেলার চেষ্টা করবে। দিব্যাকে ফোন করে কৌশিকী। সে বলে, দিব্যাকেই সাংবাদিকদের মুখোমুখি হতে হবে। তাকে বলতে হবে, জ্যাসের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, সেগুলি ভিত্তিহীন। দিব্যাকে কয়েক ঘণ্টা ধরে জেরা করে জ্যাস ও তার সঙ্গীরা। কিন্তু তারপরেও আপস করতে রাজি হয়নি দিব্যা। তখন কৌশিকী বলে, সে দিব্যার যাবতীয় কুকর্ম ফাঁস করে দেবে।

কৌশিকী আরও বলে, সে দিব্যার স্বামী মৃদুলকে নিয়ে আসবে এবং দিব্যার সঙ্গে তুষারতীর্থর সম্পর্ক ফাঁস করে দেবে। তখন দিব্যার আশঙ্কা হয়, মৃদুল মুখ খুলতে পারে। সেটা হলে দিব্যার সঙ্গে তুষারতীর্থর সম্পর্ক প্রকাশ্যে চলে আসবে। সেটা হলে দিব্যার বদনাম হয়ে যাবে। ফলে কোনও উপায় না দেখে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে রাজি হয় দিব্যা। সে সাংবাদিকদের বলে, যে অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে জ্যাসকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, সেটি ভুয়ো ছিল। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সেই অডিও তৈরি করা হয়েছিল। জ্যাসের কোনও দোষ নেই। সে সম্পূর্ণ নির্দোষ। তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। এতে জ্যাস ও তার সঙ্গীরা খুশি হয়।

এদিকে, স্বয়ম্ভুকে ভালো খবর দেন রাজনাথ। তিনি স্বয়ম্ভুকে আদালতে গিয়ে দেখা করতে বলেন। রাজনাথ জানান, সব নথিই বলছে, স্বয়ম্ভু তাঁর ছেলে। এই খবর পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে স্বয়ম্ভু। চন্দ্রনাথের কাছ থেকে বৈদেহী জানতে পারেন, স্বয়ম্ভুকে নিজের ছেলে বলে স্বীকার করতে রাজি হয়েছেন রাজনাথ। সে কথা শুনে বৈদেহীর আশঙ্কা হয়, কোম্পানি বা পারিবারিক সম্পত্তিতে উৎসবের আর কোনও অধিকার থাকবে না। হতাশায় ভেঙে পড়েন বৈদেহী। উৎসবও রেগে যায়।

অন্যদিকে, কৌশিকীর বিয়ে উপলক্ষে বাড়িতে সবার মধ্যেই উৎসাহ দেখা যাচ্ছে। কৌশিকীর বিয়েতে যারা নাচবে, তারা মহড়ায় ব্যস্ত। অতিথিরাও সেখানে আছে। কিন্তু উৎসবের এসব মোটেই ভালো লাগছে না। সে অতিথিদের সামনেই খারাপ ব্যবহার শুরু করে। স্বয়ম্ভুর মা সম্পর্কেও খারাপ কথা বলে উৎসব। সে কথা শুনে প্রতিবাদ করে কৌশিকী। পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন কৌশিকী বলে, উৎসব যদি নিজের প্রতিভার প্রমাণ দিতে পারে, তাহলে নিজের জায়গা ছেড়ে দেবে সে।

আরও পড়ুন-

Neem Phuler Modhu: বিয়েবাড়িতে অপমানিত পর্ণা, 'নিম ফুলের মধু'-র জমজমাট পর্ব

Ranga Bou: 'পেয়ারি ভবন'-এ ফের থাকার সুযোগ পাচ্ছে সমর-কিরণ, কী হচ্ছে ধারাবাহিক 'রাঙা বউ'-এ

দুই সন্তানকে নিয়ে লম্বা ট্যুরে গুরমিত-দেবিনা, ভাইরাল তাঁদের ফ্যামিলি ভিডিও

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার