Ranga Bou: 'পেয়ারি ভবন'-এ ফের থাকার সুযোগ পাচ্ছে সমর-কিরণ, কী হচ্ছে ধারাবাহিক 'রাঙা বউ'-এ

ধারাবাহিক 'রাঙা বউ'-এর গল্প এবার অন্যদিকে মোড় নিয়েছে। বেশ কিছুদিন ধরে কষ্ট সহ্য করার এবার সুখের মুখ দেখছেন তরুণজ্যোতি ও বেলারানি। তাঁরা নিজেদের বাড়ি ফিরে পেয়েছেন।

ধারাবাহিক 'রাঙা বউ'-এর ঘটনা এবার অন্যদিকে মোড় নিয়েছে। কিছুদিন আগে তরুণজ্যোতি ও বেলারানিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাদের ২ ছেলে কিরণ ও সমর। তারা পৈতৃক বাড়ি 'পেয়ারি ভবন' বিক্রি করে দেওয়ার চেষ্টাও করেছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। 'পেয়ারি ভবন'-এ ফিরে এসেছেন তরুণজ্যোতি ও বেলারানি। তাঁদের সঙ্গে আছে পাখি ও কুশ। সমর, কিরণ, তাদের স্ত্রী ঈন্দ্রাণী ও চিত্রলেখার 'পেয়ারি ভবন'-এ থাকা এখন বাবা-মায়ের দয়ার উপর নির্ভর করছে। ২ ছেলে ও পুত্রবধূদের বাড়িতে থাকতে দেওয়া হবে কি না, এই সিদ্ধান্ত পাখি ও কুশের উপর ছেড়ে দিয়েছেন তরুণজ্যোতি।

এদিকে, সমর ও কিরণকে 'পেয়ারি ভবন'-এ থাকতে দেওয়া নিয়ে কুশ ও পাখির মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। সমর ও কিরণ বারবার অপকর্ম করেছে। তারা তরুণজ্যোতি ও বেলারানির সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাঁদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই কারণে সমর ও কিরণকে আর 'পেয়ারি ভবন'-এ থাকতে দিতে নারাজ কুশ। কিন্তু সমর ও কিরণের মেয়েদের কথা ভেবে তাদের এক মাস 'পেয়ারি ভবন'-এ থাকতে দিতে রাজি হয়েছে পাখি। এই সিদ্ধান্ত নিয়ে এখন টানাপোড়েন চলছে। কুশের বক্তব্য, তার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে সমর ও কিরণ, সেটা সে ভুলে যেতে পারে। কিন্তু বয়স্ক বাবা-মায়ের সঙ্গে যে আচরণ করেছে সমর ও কিরণ, সেটার জন্য কোনওদিন তাদের ক্ষমা করা যায় না। তারা তরুণজ্যোতি ও বেলারানির চোখের জলের কারণ। কুশকে অনেক বোঝানোর চেষ্টা করে পাখি। কিন্তু কোনও কথাই শুনতে রাজি নয় কুশ।

Latest Videos

তরুণজ্যোতির উপর সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেয় কুশ। সে বলে দেয়, সমর ও কিরণকে এই বাড়িতে থাকতে দেওয়ার বিষয়ে তার মত নেই। কারণ, সমর ও কিরণকে এখানে থাকতে দিলে তারা ফের অন্যায় কার্যকলাপ শুরু করবে। তখন তরুণজ্যোতি বলেন, সমর ও কিরণ তাদের স্ত্রীদের নিয়ে 'পেয়ারি ভবন'-এ থাকতে পারবে, কিন্তু তারা আর এই বাড়ির মালিক নয়। কাজের লোকের মতোই তাদের থাকতে হবে। বাড়ির সব কাজ করলে তবেই তারা খেতে পাবে। ঈন্দ্রাণী ও চিত্রলেখা যাতে সব কাজ করে, সেটা দেখার ভার পাখির উপর দেন তরুণজ্যোতি। রাগে ফুঁসলেও এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় সমর, কিরণ, ঈন্দ্রাণী ও চিত্রলেখা।

আরও পড়ুন-

TV Actress Death: শাড়ি দিয়ে জড়ানো গলা, জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীর রহস্য মৃত্যু

দুই সন্তানকে নিয়ে লম্বা ট্যুরে গুরমিত-দেবিনা, ভাইরাল তাঁদের ফ্যামিলি ভিডিও

Jawan Trailer: শাহরুখ খানকে কটাক্ষ! সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে সমীর ওয়াংখেড়ে

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News