Filmfare Awards: ফিল্ম ফেয়ারের সেরা অভিনেতা প্রসেনজিৎ, দেখেনিন সেরার তালিকা

ফিল্মফেয়ার অনুষ্ঠানে চমক দিয়েছে শেষপাতা ছবিটি। ৮টি বিভাগে সেরার পুরস্কার পেয়েছে। সেরা অভিনেতা হয়েছেন এই ছবির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ফিল্মফেয়ার অ্য়াওয়ার্ড বলিউডে জনপ্রিয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান। বলিউডের বহু পুরনো পুরস্কার অনুষ্ঠানগুলির মধ্যে একটি। সংস্থার পক্ষ থেকে গত দুই বছর ধরে কলকাতাতেও এজাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। চলতি বছর ছিল দ্বিতীয়বার। কলকাতার একটি পাঁচতারা হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিল্মফেয়ার অনুষ্ঠানে চমক দিয়েছে শেষপাতা ছবিটি। ৮টি বিভাগে সেরার পুরস্কার পেয়েছে। সেরা অভিনেতা হয়েছেন এই ছবির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দ্বিতীয় স্থানে রয়েছে মায়ার জঞ্জাল। আর তৃতীয় স্থানে রয়েছে অর্ধাঙ্গিনী। এই ছবিটি জিতে নিয়েছে সেরা ছবির পুরস্কারও।

ফিল্মফেয়ারের পুরস্কার তালিকাঃ

Latest Videos

সেরা অভিনেতা - প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় (শেষপাতা)

সেরা অভিনেতা (ক্রিটিক) - মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)

সেরা অভিনেত্রী - চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)

সেরা অভিনেত্রী (ক্রিটিক) - স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)

সেরা সহ অভিনেত্রী - জয়া আহসান (অর্ধাঙ্গিনী)

সেরা সহ অভিনেতা - অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)

সেরা পরিচালক - অতনু ঘোষ (শেষ পাতা)

সেরা ছবি - অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়)

সেরা ছবি (ক্রিটিক) - মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)

সেরা নবাগত পরিচালক - সুমন্ত্র রায় (ঘাসজমি)

সেরা নবাগত অভিনেতা - সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)

সেরা নবাগতা অভিনেত্রী - তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী)

লাইফটাইম অ্যাচিভমেন্ট- প্রভাত রায়

সেরা সংলাপ- অতনু ঘোষ, (শেষ পাতা)

সেরা অরিজিন্যাল স্ক্রিপ্ট- ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)

সেরা মৌলিক গল্প- অতনু রায়, (শেষপাতা)

সেরা সিনেমাটোগ্রাফি- ইন্দ্রনীল মুখোপাধ্যায়, (মায়ার জঞ্জাল)

সেরা গায়িকা- ইমন চক্রবর্তী (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী) ও অবর্ণা রায় (মলয় বাতাসে, নীহারিকা)

সেরা গায়ক- অরিজিত্‍ সিং (ভাবো যদি, কাবুলিওয়ালা)

সেরা গীতিকার- অনুপম রায় (আলাদা আলাদা,অর্ধাঙ্গিনী)

সেরা মিউজিক অ্যালবাম- অনুপম রায় (দশম অবতার)

সেরা ব্র্যাকগ্রাউন্ড স্কোর- দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল