জাতীয় পুরষ্কারের মঞ্চে বাংলা সিনেমার জয়জয়কার, মনোনয়নে দশম অবতার থেকে রক্তবীজ-সহ কারা পাবেন সুযোগ

শহরের এক স্বনামধন্য পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। জেনে নিন বাংলা ইন্ড্রাস্ট্রিতে কোন কোন বিষয়ে কারা মনোনীত হয়েছেন-

 

সিনেমা মানেই পুরষ্কার, পুরষ্কার মানেই একটি কথা মাথায় আসে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ২৯ মার্চ পুরষ্কার বিতরণ করা হবে পুরষ্কার। শহরের এক স্বনামধন্য পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। জেনে নিন বাংলা ইন্ড্রাস্ট্রিতে কোন কোন বিষয়ে কারা মনোনীত হয়েছেন-

সেরা নতুন অভিনেত্রী

Latest Videos

সৌমিতৃষা কুণ্ডু (প্রধান), শ্রীজা দত্ত (বাঘা যতীন), তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)

সেরা অভিনেতা

অনির্বাণ চক্রবর্তী, দেব, জিত্‍, মিঠুন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়।

সেরা অভিনেত্রী

চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), জয়া আহসান (দশম অবতার), কোয়েল মল্লিক (জঙ্গলে মিতিন মাসি), ঋতাভরী চক্রবর্তী(ফাটাফাটি), সোলাঙ্কি রায় (শহরের উষ্ণতম দিনে), স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)

সেরা অভিনেত্রী সমালোচকদের মতে

অনুরাধা মুখোপাধ্যায় (নীহারিকা) অপি করিম (মায়ার জঞ্জাল), গার্গী রায়চৌধুরী (শেষ পাতা), মমতাশঙ্কর (পালান), স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর), তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)

সেরা অভিনেতা সমালোচকদের মতে-

অঞ্জন দত্ত, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, শিলাজিত্‍ মজুমদার, সুব্রত দত্ত।

সেরা সহ-অভিনেতা (পুরুষ)

অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী), অনির্বাণ ভট্টাচার্য (দশম অবতার), অনির্বাণ চক্রবর্তী (প্রধান), যিশু সেনগুপ্ত (দশম অবতার), কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী), সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল), বিক্রম চট্টোপাধ্যায় (শেষ পাতা)

সেরা সহ-অভিনেত্রী

অনসূয়া মজুমদার (রক্তবীজ), অপরাজিতা আঢ্য (চিনি ২), জয়া আহসান (অর্ধাঙ্গিনী), মল্লিকা মজুমদার (নীহারিকা), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান)

সেরা পরিচালক

অরুণ রায় (বাঘাযতীন), অতনু ঘোষ (শেষ পাতা), অভিজিত্‍ সেন (প্রধান), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধ্বাঙ্গিনী), নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় (রক্তবীজ), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার), সুমন ঘোষ (কাবুলিওয়ালা)।

সেরা গায়িকা

অবর্ণা রায়- মলয় বাতাসে (নীহারিকা), অন্তরা মিত্র- জানি অকারণ (ফাটাফাটি), অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী- নাক্কু নাকুর না যাও (রক্তবীজ), ইমন চক্রবর্তী- আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী)

সেরা ছবি

কাবুলিওয়ালা, প্রধান, বাঘাযতীন, রক্তবীজ, অর্ধাঙ্গিনী, দশম অবতার।

সেরা ছবি (সমালোচকদের মতে)

মায়ার জঞ্জাল, নীহারিকা, পালান, শেষপাতা, শহরের উষ্ণতম দিনে।

সেরা অ্যালবাম

অর্ধাঙ্গিনী (অনুপম রায়), দশম অবতার (অনুপম রায়), কাবুলিওয়ালা (ইন্দ্রদীপ দাশগুপ্ত), মায়াকুমারী (বিক্রম ঘোষ), মিথ্যে প্রেমের গান (কুন্তল দে, রণজয় ভট্টাচার্য, সৌম্য ঋত), শহরের উষ্ণতম দিনে (নবারুণ বসু ও আকাশ চক্রবর্তী)

সেরা নতুন পরিচালক

অরিত্র সেন (ঘরে ফেরার গান) পরমা নেওটিয়া (মিথ্যে প্রেমের গান), শ্রীজাত (মানবজমিন), সুমন্ত্র রায় (ঘাসজমি)

সেরা গান

অনুপম রায়- আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার), অনুপম রায়- আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী), অরিত্র সেনগুপ্ত ও রণজয় ভট্টাচার্য- নীরবতায় ছবি (মিথ্যে প্রেমের গান), কৌশিক গঙ্গোপাধ্যায়- আমি আর ও (পালন),

ঋতম সেন- জানি অকারণ (ফাটাফাটি)

সেরা গায়ক

অনুপম রায়- আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার), অনুপম রায়- ফিরে এসো (প্রধান), অরিজিত্‍ সিং- ভাব যদি (কাবুলিওয়ালা), অরিজিত্‍ সিং- জিয়া তুই ছাড়া (বিয়ে বিভ্রাট), ইশান মিত্র ও রণজয় ভট্টাচার্য- নীরবতায় ছবি (মিথ্যে প্রেমের গান) মাহতিম সাকিব- তুমি জানতেই পারো না (চিনি ২), রূপম ইসলাম- শেষ বলে কিছু আসে কি (শেষ পাতা)

সেরা অরিজিনাল গল্প

অতনু ঘোষ (শেষ পাতা), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), কৌশিক গঙ্গোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান), নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং জিনিয়া সেন (রক্তবীজ)

সেরা চিত্রনাট্য

অতনু ঘোষ (শেষ পাতা), ইন্দ্রনীল রায়চৌধুরী ও সুগত সিনহা (মায়ার জঞ্জাল), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার), জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল (রক্তবীজ)

সেরা সংলাপ

অতনু ঘোষ (শেষ পাতা) কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), শ্রীজীব (কাবুলিওয়ালা), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার), জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল (রক্তবীজ)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর

অমিত চট্টোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা) ইন্দ্রদীপ দাশগুপ্ত (দশম অবতার), ইন্দ্রদীপ দাশগুপ্ত (কাবুলিওয়ালা), জয় সরকার (নীহারিকা), নীলায়ন চট্টোপাধ্যায় (বাঘা যতীন), সন্তজিত্‍ চট্টোপাধ্যায় (ঘাসজমি)

সেরা সম্পাদনা

আমির মন্ডল (সমরেশ বসুর প্রজাপতি), মলয় লাহা (রক্তবীজ), প্রণয় দাশগুপ্ত (দশম অবতার), সুজয় দত্ত রায় (শেষ পাতা), সুমন্ত্র রায় (ঘাসজমি), সুমিত ঘোষ (মায়ার জঞ্জাল)

Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla