
শনিবার রাতের কয়েক ঘন্টার নিম্নচাপের বৃষ্টিতে উত্তরবঙ্গের জেলাগুলো বিপর্যস্ত। দার্জিলিং-র একাধিক জেলা বিপর্যস্ত। বহু মানুষের মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ার জেলার বহু জায়গা প্লাবিত। মুখ্যমন্ত্রী সোমবার থেকে দার্জিলিং-এ আছেন। সেখানে একাধিক এলাকা বিপর্যস্ত। যা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী।
প্রকৃতির রোষে যেন তছনছ হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ। লাগাতাক বৃষ্টির সঙ্গে ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে প্লাবিত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে বহু মানুষের। ক্ষতিগ্রস্ত বহু পরিবার। এবার সেই সকল মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিল টলিউড।
টলিউডের অন্যতম দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত-সব বেশ কিছুজন সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেন। সেখানে উল্লেখ করেন, দুর্গাপুজোর বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিতে পেরেছে। কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা দিয়েছে। আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময় আমরা হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ। সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।
এই পোস্টে ঋতুপর্ণা- প্রসেনজিৎ লিখেছেন, আমরা হয়তো অনেক দূরে থাকি, তবুও সবসময়ের আপনাদের পাশে রয়েছি। আপনাদের সাহসই আমাদের শক্তি জোগায়।
তেমনই এই পরিস্থিতিতে ত্রাণ পাঠিয়েছেন দেব। তিনি সেই ছবি শেয়ার করে লেখেন, উত্তরবঙ্গের এই কঠিন সময় আমি পাশে আছি। প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে তাঁরা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন। তেমনই রুক্মিণী মৈত্র অবশ্য একদিন আগেই নিজের পরবর্তী সিনেমার টিজার লঞ্চ বাতিল করেছেন উত্তরবঙ্গের কথা মাথায় রেখে।