
বন্ধুত্ব, প্রেম, তারপর বিয়ে- সবটাই হয়েছিল চুপিসারে। যদিও বিয়ের পর থেকে সেভাবে আর কিছু নিয়ে লুকোচুরি করতে দেখা যায়নি। এখন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় ঘোরতর সংসারী। বিয়ের পর তাঁদের প্রেম যেন আরও গভীর হচ্ছে। আজ স্ত্রীর জন্মদিনে আদর মাখা পোস্ট করলেন শোভন গঙ্গোপাধ্যায়। এখন তিনি ঘোর সংসারী। স্ত্রী সোহিনী সরকারের জন্মদিনে আদুরে পোস্ট করলেন শোভন গঙ্গোপাধ্যায়।
জানা যায়, এই দুজনেই ঘুরতে ভালোবাসেন। বিভিন্ন জায়গায় যান। এই সকল ভালোলাগার জায়গা থেকে হয়তো কাছাকাছি আসা। এবার বিয়ের প্রায় দেড় বছর হল। সোহিনীর সঙ্গে সংসার করার সিদ্ধান্ত যে একেবারে ঠিক ছিল তা জানালেন নিজেই। এমনই আভাস মিলল গায়কের পোস্ট থেকে।
স্ত্রীর জন্মদিনে লেখেন, ‘তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত। জলের মতো সহজ হয়েও সামলে রাখা আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে। জীবনে কিছু ভালো করার সুবাদে মেয়েটাকে পাওয়া, আর ছাড়ে কে। আজ আমার রাজকন্যার জন্মদিন।’
প্রসঙ্গত,২০২৪ সালের জুলাই মাসে বিয়ে করেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। বর্তমানে তাঁরা ঘোরতর সংসারী। দক্ষিণ চব্বিশ পরগনার এক খামারবাড়িতে আইনি বিয়ে করেন তারা। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠি আত্মীয় ও বন্ধুরা। তারপর ১৫ জুলাই চারহাত এক হয়। তারপর থেকে নানান কারণে খবরে আসেন এই চর্চিত জুটি। কাজ তো বটেই সঙ্গে নানান ব্যক্তিগত খবরে ও দেখা যায় তাঁদের। এবার স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে খবরে এলেন তিনি। আজ ছিল টলি তারকা সোহিনীর জন্মদিন। এই সুবাদে বেশ কিছু অদেখা ছবি পোস্ট করেন গায়ক। পোস্ট করেন এক গুচ্ছ ঘুরতে যাওয়ার ছবি। সঙ্গে ছিল তাদের প্রেমের ছবি। আর সেই সকল ছবি পোস্ট করে জানান কীভাবে পেলেন সোহিনীকে। নিজেদের প্রেম নিয়ে করেন মন্তব্য। প্রকাশ পেলে তাদের প্রেমের গভীরতা। তবে এই পোস্ট করেন এক বিশেষ পোস্ট। যা মুহূর্তে হল ভাইরাল।