জিতু কামালের নতুন ছবি 'অরণ্যের প্রাচীন প্রবাদ' নিয়ে সরাসরি সামাজিক মাধ্যমে সরব দেব! কেন এই পোস্ট করলেন অভিনেতা?

Published : Jun 19, 2024, 11:01 AM ISTUpdated : Jun 19, 2024, 11:26 AM IST
Dev

সংক্ষিপ্ত

জিতু কামালের নতুন ছবি 'অরণ্যের প্রাচীন প্রবাদ' নিয়ে সরাসরি সামাজিক মাধ্যমে সরব দেব! কেন এই পোস্ট করলেন অভিনেতা?

একাধারে রাজনীতি অন্য হাতে সিনেমা। দুই দিক তাল মিলিয়ে দিব্যি সকলের মন জয় করে চলেছেন দেব। অগ্নিশপথ ছবির হাত ধরে টলিউডে পা রাখেন অভিনেতা। এরপর একের পর এক ছবি। আর কোনওদিন পেছনে তাকাতে হয়নি দেবকে।

এরপর প্রযোজক হয়ে মাঠে নামেন তিনি। তাতেও বাজিমাত করেছেন এই অবিনেতা। তবে শুধু নিজের ছবিই নয়। টলিউডের বহু ছবির প্রচার করতে দেখা যায় দেবকে। শুধু নিজে একা নন বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে চান অভিনেতা।

এর আগেও যশ নুসরতের সেন্টিমেন্টাল ছবি প্রচার করতেও দেখা গিয়েছে দেবকে। এবার জিতু কামালের নতুন ছবি 'অরণ্যের প্রাচীন প্রবাদ' ছবিরও ট্রেলার নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করলেন অভিনেতা। ট্রেলারটি শেয়ার করে দব লেখেন, "আমার বন্ধু দুলাল দে-কে পরিচালক হিসেবে তাঁর প্রথম ছবির জন্য অনেক শুভেচ্ছা। জয় হোক।"

 

 

একটি রোমাঞ্চকর রহস্য নিয়ে হাজির হচ্ছে এই ছবি। এক চিকিৎসকের খুনের তদন্ত নিয়েই 'অরণ্য' নামের এক গোয়েন্দাকে দেখা গিয়েছে তদন্ত করতে। এই খুন হয়ে যাওয়া ডাক্তারের চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে। সুহোত্র-র বিপরীতে দেখা দেবে মিথিলাকে। একজন সিআইডি অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে শিলাজিৎকে।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার