জিতু কামালের নতুন ছবি 'অরণ্যের প্রাচীন প্রবাদ' নিয়ে সরাসরি সামাজিক মাধ্যমে সরব দেব! কেন এই পোস্ট করলেন অভিনেতা?

জিতু কামালের নতুন ছবি 'অরণ্যের প্রাচীন প্রবাদ' নিয়ে সরাসরি সামাজিক মাধ্যমে সরব দেব! কেন এই পোস্ট করলেন অভিনেতা?

একাধারে রাজনীতি অন্য হাতে সিনেমা। দুই দিক তাল মিলিয়ে দিব্যি সকলের মন জয় করে চলেছেন দেব। অগ্নিশপথ ছবির হাত ধরে টলিউডে পা রাখেন অভিনেতা। এরপর একের পর এক ছবি। আর কোনওদিন পেছনে তাকাতে হয়নি দেবকে।

এরপর প্রযোজক হয়ে মাঠে নামেন তিনি। তাতেও বাজিমাত করেছেন এই অবিনেতা। তবে শুধু নিজের ছবিই নয়। টলিউডের বহু ছবির প্রচার করতে দেখা যায় দেবকে। শুধু নিজে একা নন বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে চান অভিনেতা।

Latest Videos

এর আগেও যশ নুসরতের সেন্টিমেন্টাল ছবি প্রচার করতেও দেখা গিয়েছে দেবকে। এবার জিতু কামালের নতুন ছবি 'অরণ্যের প্রাচীন প্রবাদ' ছবিরও ট্রেলার নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করলেন অভিনেতা। ট্রেলারটি শেয়ার করে দব লেখেন, "আমার বন্ধু দুলাল দে-কে পরিচালক হিসেবে তাঁর প্রথম ছবির জন্য অনেক শুভেচ্ছা। জয় হোক।"

 

 

একটি রোমাঞ্চকর রহস্য নিয়ে হাজির হচ্ছে এই ছবি। এক চিকিৎসকের খুনের তদন্ত নিয়েই 'অরণ্য' নামের এক গোয়েন্দাকে দেখা গিয়েছে তদন্ত করতে। এই খুন হয়ে যাওয়া ডাক্তারের চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে। সুহোত্র-র বিপরীতে দেখা দেবে মিথিলাকে। একজন সিআইডি অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে শিলাজিৎকে।

Share this article
click me!

Latest Videos

সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari