'গরু কম খা' ধর্ম নিয়ে চরম খোঁচা! ফেসবুকে একে অপরকে তুলোধনা, প্রবল বাকবিতণ্ডায় জড়ালেন দুই নাট্যকর্মী

Published : Jun 06, 2024, 02:27 PM IST
Gulshanara

সংক্ষিপ্ত

'গরু কম খা' ধর্ম নিয়ে চরম খোঁচা! ফেসবুকে একে অপরকে তুলোধনা, প্রবল বাকবিতণ্ডায় জড়ালেন দুই নাট্যকর্মী

ধর্ম নিয়ে কটাক্ষ! অভিনেত্রী গুলশানারা খাতুনকে ধর্ম নিয়ে কটাক্ষ করেছেন নাট্যকর্মী তথা পরিচালক কৌশিক কর।

বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখ হল গুলশানারা খাতুন। বড় পর্দা থেকে ছোট পর্দা দাপিয়ে কাজ করছেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎই তাঁকে ধর্ম নিয়ে কটাক্ষ করে বসেন কৌশিক কর নামের এক নাট্যকর্মী তথা পরিচালক। এরপরেই শুরু হয় প্রবল বাক বিতণ্ডা।

একপরই গুলশানারা অভিযোগ করেন যে তাঁর নাগরিকত্ব থেকে শুরু করে তাঁর অবসাদ, চিকিৎসা ওষুধ এমনকী ধর্ম নিয়েও কটাক্ষ করা হয়েছে বহুবার কুন্তু দুর্লভ বন্দ্যোপাধ্যকে নিয়ে করা এই মন্তব্য কিছুতেই নেওয়া যাচ্ছে না। কিন্তু কী নিয়ে শুরু হল অশান্তির সূত্রপাত? এই নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টও শেয়ার করেন গুলশানারা।

দুর্লভ বন্দ্যোপাধ্যায় নামে এক প্রবীণ অভিনেতাকে নিয়ে একটি পোস্টে কটূ মন্তব্য করেন কৌশিক। কৌশিক করের এই মন্তব্য তুলেধরে গুলশানারা ফেসবুকে লেখেন, " আপনার কোনও হাউজফুল নাটক দেখিনি। একজনকে পারসোনাল অ্যাটাক করলেন তাই বলি বউ পিটিয়ে পিঠ বাঁচাতে রাজনীতি করা আপনার দল শেখাচ্ছে? আর শুনুন আপনি একটি ইউজলেস ফালতু এলিমেন্ট। মাথাভর্তি বদবুদ্ধি নিয়ে আর কদ্দিন? পালটিবাজ বউ পেটানো স্টুপিড? হ্যাঁ আমিও গরু খাই। আপনার মত খাস আর গোমূত্র খাই না."..

এই পোস্টেই কৌশিক করের একটি কমেন্ট তুলে ধরা আছে যেখানে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে এক প্রবীণ নাট্যকর্মীকে। রয়েছে অজস্র অশ্লীল ভাষা ও অভিসম্পাত । এই কমেন্টের পাল্টাতেই পোস্টটি করেছেন অভিনেত্রী।

এ ছাড়াও একটি সংবাদ মাধ্যমেকে দেওয়া সাক্ষাৎকারে গুলশানারা জানান," আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে হামেশাই আমায় সেটা নিয়ে আক্রমণ করা হয়। কটাক্ষ করা হয় আমার পরিবার, আমার খাদ্যাভাস নিয়েও। আমি এগুলোতে অভ্যস্থ হয়ে গিয়েছি। কিন্তু কৌশিক এবার যেটা করলেন সেটা মেনে নেওয়া যায় না।"

এই ঘটনায় অনেকেই গুলশানারাকে সমর্থন করেছেন। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে বিদীপ্তা চক্রবর্তী লেখেন, "

" এই অসভ্যতার প্রতিবাদ আমি আগেই করেছি। কিন্তু এবার আইনি পদক্ষেপ নেওয়া দরকার।"

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?