Bagha Jatin: ‘…তৈরি হও ভবিষ্যত লেখার জন্য’, ‘বাঘা যতীন’ ছবির ট্রেলার জুড়ে একের পর এক চমক

Published : Oct 10, 2023, 12:27 PM IST
bagha jatin movie

সংক্ষিপ্ত

প্রকাশ্যে এল ‘বাঘা যতীন’ ছবির ট্রেলার। ৫ অক্টোবর একটি লাইভ করেন অভিনেতা। তখনই বলেন ছবির ট্রেলার লঞ্চের কথা। সেই মতো মুক্তি পেল ট্রেলার।

পুজোর সময় চমক দিতে আসছেন দেব। দর্শক মহলে ক্রমে আশা বাড়ছে বাঘা যতীন ছবি নিয়ে। এবার দর্শক মনে এই আশা আরও বৃদ্ধি করলেন দেব। প্রকাশ্যে এল ‘বাঘা যতীন’ ছবির ট্রেলার। ৫ অক্টোবর একটি লাইভ করেন অভিনেতা। তখনই বলেন ছবির ট্রেলার লঞ্চের কথা। সেই মতো মুক্তি পেল ট্রেলার।

ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা দেবকে বলছে, আমাকে সেই বাঘের গল্পটা বলো না, আমিও বাঘ মারব বড় হয়ে। উত্তরে দেব বলে, প্রাণী হত্যা মহা পাপ। তারপর ছেলেটিকে বলতে শোনা যায়, তাহলে তুমি যে মেরেছিলে। তারপরই ফ্ল্যাশ ব্যাকে দেখা গেল আসল গল্প। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন ভারত গড়ার লড়াই উঠে আসে ছবিতে। ২.৪৫ মিনিটের ট্রেলার জুড়ে শুধুই চমক। ইংরেজদের অত্যাচার, বিপ্লবীদের লড়াই সব উঠে আসে ছবিতে।

ব্রিটিশদের অত্যাচার, যতীন্দ্রনাথ ইন্দুবালার মিষ্টি দাম্পত্যের কাহিনি উঠে আসতে চলেছে ছবিতে। ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়। প্রেম, ভালোবাসা, অ্যাডভেঞ্চার, অ্যাকশন নিয়ে আসছে বাঘা যতীন। যতীন্দ্রনাথের সংগ্রামের গল্প নিয়ে আসছে ছবিটি। ছবিটি প্রযোজনা করেছে দেবের প্রোডাকশন হাউস। এক ভিন্ন লড়াইয়ে গল্প নিয়ে আসছে ছবিটি। ট্রেলারে দেবকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা মরব তবেই দেশ জাগবে।’

১৯ অক্টোবর বাংলায় মুক্তি পাবে ‘বাঘা যতীন’। ২০ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে ছবিটি। বাংলার পাশাপাশি হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি। ছবিতে দেবের পাশাপাশি অভিনয় করেছেন নবাগত সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সামিউল আলম, সজল মন্ডল, রোহন মন্ডলের মতো অভিনেতা।

 

আরও পড়ুন

ইজরায়েল-হামাস সংঘর্ষ প্রসঙ্গে মন্তব্য করে বিপাকে মিয়া খলিফা, প্লেবয় ম্যাগাজিন থেকে বরখাস্ত পর্নতারকা

বিচ্ছেদের পর কেমন কাটছে জীবনের নতুন ইনিংস, অকপট ওপার বাংলার সুন্দরী পরীমনি

Shocking! 'সবাই সবাইকে লাইন মারে', বলিউড নিয়ে মন্তব্য নারগিস ফাকরির

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার