Teaser Release: মুক্তি পেল ধূমকেতু-র টিজার, ১১ বছর পর ফের বড় পর্দায় দেব-শুভশ্রী জুটি

Published : Jun 23, 2025, 02:26 PM ISTUpdated : Jun 23, 2025, 02:55 PM IST
DHUMKETU

সংক্ষিপ্ত

১১ বছর পর দেব-শুভশ্রী ফিরছেন ধূমকেতুতে। ট্রেলারে দেখা গেল দেবের ৮০ বছর বয়সী রূপ, রোম্যান্স এবং প্রতিশোধের লড়াই। ১৪ই অগস্ট মুক্তি।

১১ বছরের অপেক্ষার অবসান। ১৪ অগস্ট সিনেমাহলে আসছে দেব-শুভশ্রীর ছবি। সোমবার অর্থাৎ আজ ২৩ জুন এল তারই প্রথম ঝলক। মুক্তি পেল ‘ধূমকেতু’ ছবির টিজার।

ট্রেলারে দেখা যাচ্ছে, পাহাড়ে ঢাকা বরফ। পরে আছে সেনার পোশাক। ওই ঠান্ডাতেই শুধু স্যান্ডো গেঞ্জি গায়ে বক্সিং করছেন দেব। সঙ্গে ভয়েস ওভারে শোনা যাচ্ছে, গত ৯ বছর ধরে খালি পালিয়ে বেড়াচ্ছি। আমি কোনও দোষ না করে, মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে, আমি শালা মৃত্যুকে আর ভয়ই পাই না।

সদ্য প্রকাশ্যে এল ‘ধূমকেতু’ ছবির প্রথম ঝলক। আর তাতে দেব-শুভশ্রীর রোম্যান্স থেকে এক নির্দোশ ব্যক্তির লড়াই উঠে এসেছে। টিজারের কয়েক ঝলকেই দেবের ৮০ বছর বয়সী সাজ ভাইরাল হয়েছে। চিরঞ্জিত, রুদ্রনীল, পরমব্রতও রয়েছেন ছবিতে। মিলেছে তাদের ঝলক। পুরো টিজার জুড়ে আছে টান টান উত্তেজনা। ছবির প্রধান চরিত্রে যে দেব তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ট্রেলার দেখে স্পষ্ট যে কোনও দেশদ্রোহের প্রতিবাদ করেছিল দেব। কিন্তু, আইনের চোখে সেই অপরাধী। নিজের পরিবারে, ভালোবাসা সব ছেড়ে সে দূরে পালিয়ে বেড়াচ্ছে। কীভাবে সে ফিরবে আর কীভাবেই বা প্রতিশোধ নেবে তা নিয়ে ছবি।

ছবি মুক্তি পাবে ১৪ অগস্ট। ১১ বছর অপেক্ষার পর এই ছবি মুক্তি পাবে। একাধিক কারণে বারে বারে পিছিয়ে গিয়েছে ‘ধূমকেতু’ মুক্তির দিন। দেব ও রাণার মধ্যে মনোমালিন্যও ছিল ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ। সব জট কেটে এবার মুক্তি পাবে ছবিটি। ছবির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

যাই হোক, ফের দেখা যাবে দেব ও শুভশ্রীর কেমিস্ট্রি। দীর্ঘদিন একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার ফের একবার মিলবে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রির ঝলক। দেব ও শুভশ্রীর কেমিস্ট্রি, এক নির্দোষের লড়াই সঙ্গে আকর্ষণীয় গল্প দর্শকদের মনে কতটা জায়গা নিতে পারে তা এখন দেখার। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে