গুরুতর আহত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়! ভর্তি করা হয়েছে হাসপাতালে

Published : Apr 05, 2024, 03:51 PM ISTUpdated : Apr 05, 2024, 04:04 PM IST
Director Shiboprasad Mukherjee critically injured Admitted to hospital

সংক্ষিপ্ত

গুরুতর আহত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কী হয়েছে পরিচালকের?

গুরুতর আহত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুটিং করতে গিয়ে কোমরে মারাত্মক চোট লাগে পরিচালকের। আসছে শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের নতুন ছবি 'বহুরূপী'। এই ছবিতে শিবপ্রসাদ নিজেও অভিনয় করছেন। অভিনয় করতে গিয়েই আঘাত পান অভিনেতা। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বেশ কয়েকদিন ধরে ব্যারাকপুরে চলছিল এই ছবির শুটিং। 

বৃহস্পতিবার শিবপ্রসাদ ও আবীরের শুটিংয়ের দৃশ্য চলছিল। থ্রিলার ছবিটিতে একাধিক অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট রয়েছে। ওই দিন উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য চলছিল। সেখানেই সহ অভিনেতার ধাক্কায় কোমরে গুরতর চোট পান শিবপ্রসাদ। আপাতত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে বন্ধ হয়নি ছবির শুটিংয়ের কাজ। বাকিদের নিয়ে এখনও কাজ চলছে শুটিং ফ্লোরে। পুজোয় মুক্তি পাওয়ার কথা শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ‘বহুরূপী’ ছবিটির। 

ব্যারাকপুরের আগে ছবিটির বেশ খানিকটা দৃশ্য বোলপুরে শুট হয়ে গিয়েছে। তবে কতদিন অভিনেতাকে হাসপাতালে থাকতে হবে , সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে চোট যে গুরতর তা জানিয়েছেন চিকিৎসকেরা। ছবিতে শিবপ্রসাদ ছাড়াও দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার