কবে মুক্তি পাচ্ছে 'দেবী চৌধুরানী'? বিশেষ দিনেই ছবি মুক্তি! নতুন চমক পরিচালক শুভ্রজিৎ মিত্রের

Published : May 13, 2024, 12:36 PM ISTUpdated : May 13, 2024, 02:39 PM IST
debi choudhurani

সংক্ষিপ্ত

আসছে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চোধুরানী’ কবে রিলিজ করতে পারে এই ছবি? সেই প্রশ্নের উত্তর পেতে এশিয়ানেট বাংলার তরফে সরাসরি কথা বলা হয়েছিল পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে।

আসছে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চোধুরানী’। ছবিতে দেবী চোধুরানীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর নজরকাড়া লুক। বহু দিন ধরেই এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা।  কিন্তু কবে রিলিজ করতে পারে এই ছবি?  সেই প্রশ্নের উত্তর পেতে এশিয়ানেট বাংলার তরফে সরাসরি কথা বলা হয়েছিল পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে।

ছবি প্রসঙ্গে পরিচালক আগেই জানিয়েছিলেন যে এই গল্পে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভ রেকর্ডসকে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ ১৭৭০ সাল থেকে ১৭৮০ সালের মধ্যে ছিয়াত্তরের মন্বন্তর থেকে ফকির বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহের গল্প তুলে ধরা হবে এই ছবিতে। ছবির পরতে পরতে থাকবে  ইতিহাসের ছোঁয়া। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোরণ ফেলে দিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের লুক। 

কবে মুক্তি পেতে পারে এই ছবি সেই বিষয়ে মুখ খুলেছিলেন পরিচালক। ছবি মুক্তির দিনক্ষণ জানতে চাওয়ায় শুভ্রজিৎ জানান, “ পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই বছরেই মুক্তি পাবে এই ছবি”। তবে কি এই বছরেরই কোনও বিশষ দিনে মুক্তি পাবে ‘দেবী চৌধুরানী’? পরিচালক শুভ্রজিৎ মিত্র জানান, “ হ্যাঁ ভালো দিনেই মুক্তি পেতে পারে দেবী চৌধুরানী।”

মোট ৬টি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। দেবী চৌধুরানী হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে। অন্য দিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে ভবানী পাঠকের চরিত্রে। সেই সময়ের সন্ন্যাসী বিদ্রোহের আগুন ধরা পড়বে এই সিনেমায়। সব মিলিয়ে এই বছরই টলিউডে একটা নতুন ইতিহাস তৈরি করতে পারে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানী’।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে