"আমি খুব লাকি জানেন" বেশ কিছুদিন কাজে বিরতি! তবে কি মা হচ্ছেন তৃণা সাহা?

Published : May 09, 2024, 12:56 PM IST
Trina Saha

সংক্ষিপ্ত

অভিনয় থেকে বিরতি, তবে কি সন্তানসম্ভবা তৃণা সাহা?

জনপ্রিয় তারকা জুটি তৃণা সাহা। পরের পর ডেলি স্যোপে মানুষের মন কেড়ে নিয়েছেন তিনি। 'খোকাবাবু' ধারাবাহিকের হাত ধরে আসার পরে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ঝুলিতে জমেছে একের পর এক নজরকাড়া ধারাবাহিক। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর 'লাভ আজ কাল বিয়ে' ধারাবাহিকটি। তারপরে বেশ কিছুদিন বিরতিতে অভিনেত্রী।

তবে কি সন্তান নিচ্ছেন তিনি। ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।  এই জুটির জনপ্রিয়তাও কম নেই। অনুরাগীরা তাঁকে একসঙ্গে তৃণীল বলেন। 

এরপর তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়েও বেশ গুঞ্জন উঠেছিল। তৃণীলের বিবাহ বিচ্ছেদ হয়েছে শুনে বেশ দুঃখই পেয়েছিলেন অনুরাগীরা। পরে এই গুঞ্জন একেবারেই নাকচ করে দান দু'জনে। এবার কাজ থেকে বিরতি নিচ্ছেন তৃণা। এমনকী তৃণমূলের প্রচারেও দেখা যায়নি তাঁকে। তবে কি সন্তান নেওয়ার প্রস্তুতি চলছে?

এই নিয়ে একটি সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী। হাসতে হাসতে তিনি জানিয়েছেন, আমি এখনই নিজেই অনেক ছোট। আর নীল তো আরও ছোট। আমার পক্ষে এখন দু'জন সন্তানের দেখভাল করা একসঙ্গে সম্ভব নয়"

পরিবার বা বন্ধুমহল আপনাকে মা হতে বলছেন না? এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, "আমি অত্যন্ত লাকি জানেন, পরিবারের কোনও সদস্যই আমাকে বা নীলকে সন্তান নিতে বলেন না।" 

এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে ‘তিলোত্তমা’ নামে একটা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। যশ-নুসরতের ছবি 'সেন্টিমেন্টাল'-এ 'বোকা সোডা' আইটেম নম্বরেও নজর কেড়েছিল তাঁদের পারফরম্যান্স। এছাড়াও 'কামিনী', ‘মিড নাইট মিরর’, ‘মার্ডার বাই দ্য সি' নামের বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন তৃণা।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার