ফেসবুক পেজে এক ব্যক্তি তাঁকে ঘিরে এক খারাপ মন্তব্য করেন। এর উত্তর দিলেন শিল্পী। সদ্য ভাইরাল হল এক সাক্ষাৎকার।
সদ্য ভাইরাল হল ডোনা গঙ্গোপাধ্যায়ের মন্তব্য। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন প্রখ্যাত নৃত্যশিল্পী। ভারতের অন্যতম প্রতিষ্ঠিত ধ্রুপদী নৃত্যশিল্পী তিনি। তবে, এই শিল্পীকেও পড়তে হয়েছে কটাক্ষের মুখে। সদ্য এমন কুমন্তব্যের জবাব দিলেন ডোনা।
ফেসবুক পেজে এক ব্যক্তি তাঁকে ঘিরে এক খারাপ মন্তব্য করেন। এর উত্তর দিলেন শিল্পী। সদ্য ভাইরাল হল এক সাক্ষাৎকার। সেখানে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য নিয়ে মুখ খুললেন ডোনা। এক সাক্ষাৎকারে ডোনারে প্রশ্ন করা হয়, নাচ নিয়ে সমাজের ছুৎমার্গের কথা। ডোনা জানান, বিয়ের পর নাচটা করে উঠতে পারে না অনেকে। সংসারের চাপে নাচ হয়ে ওঠে না। এটা ঘটেই থাকে। তিনি বলেন, কিছুদিন আগে তাঁকে ফেসবুকে একজন নাচুনি বলে মন্তব্য করেন। লিখেছেন, ‘দাদার বউ নাচুনি’। তাঁকে একজন প্রশ্ন করেন, এরপর কেন কেউ তাঁকে ব্লক করি না। উত্তরে তিনি বলেন, ‘আমি বললাম থাক। আমি প্রয়োজন মনে করি না। লিখেছে থাকুক।’
এমন সকল কটাক্ষ নিয়ে মাথা ঘামাতে না-রাজ ডোনা। নিজের প্যাশনকে ফলো করে থাকেন তিনি। তিনি কারও কুমন্তব্যে কখনও মাথা ঘামান না। তিনি সাক্ষাৎকারে আরও বলেন, ‘আমি নিজের প্যাশন করো করি। আমি গর্বিত ভারতীয়। নিজের সংস্কৃতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি ভারতের সাংস্কৃতিক অ্যাম্বাসেডর। আমার গুরুজি আমাকে যা শিখিয়েছেন, আমি চেষ্টা করি সেটাকে যথার্থভাবে ফুটিয়ে তুলতে। বিশ্বের প্রান্তে আমি সেই নৃত্য পরিবেশন করি। তাতে যদি আমাকে এই লোকটা নাচুনি বলে, আমার কিছু যায় আসে না। কারণ ওই লোকটা আন-কালচারড। উনি সেটা না বুঝলে আমি কী করব। আমি ওনাকে সংস্কৃতি শোখানোর দায়িত্ব নিইনি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
পড়াশোনা না করে এয়ার হোস্টেসের সঙ্গে ডেটে যেত সইফ, ‘কফি উইথ করণ শো’-তে বিশেষ মন্তব্য শর্মিলার
Bigg Boss 17: কম্বলের তলায় যৌনতা, ফাঁস হল বিগ বসের ঘরের বিশেষ ভিডিও